Barak UpdatesHappenings

কাটলিছড়ায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, ধৃত ২
Dead body of an old man found at Katlichera, 2 arrested

২৯ অক্টোবরঃ একমাস ধরে খোঁজ মিলছিল না ৭০ বছরের বৃদ্ধ মানিক মুণ্ডার। সোমবার দুপুরে কাটলিছড়া থানার কাঠালতলিতে একটি নালার মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পলিথিনে মুড়ে গাছের লগের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।

গত ১ অক্টোবর মানিক মুণ্ডার নিখোঁজ হওয়ার কথা জানতে পারে পুলিশ। তাঁর ভাইপো বীরেন মুণ্ডা লিখিতভাবে মানিকের নিখোঁজ হওয়ার কথা জানান। পরে ১৪ অক্টোবর এলাকারই সুরেশ মুণ্ডা মানিকবাবুর নিখোঁজ থাকার কথা পুলিশকে লিখিতভাবে জানান। সেখান থেকেই পুলিশের সুরেশের উপর সন্দেহ বাড়ে। এরমধ্যে থানায় ডেকে নানাভাবে জেরা করা হয়। তার কথার সূত্রে ডেকে আনা হয় বিজয় মুণ্ডাকেও। টানা জিজ্ঞাসাবাদে রবিবার রাতে তারা খুনের কথা স্বীকার করে। সোমবার সুরেশের বাড়ির পশ্চিমদিকের নালা থেকে মৃতদেহ বের করে দেয়। সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেট রেবেকা চাংসন, কাটলিছড়া থানার ওসি নিতাইচান্দ সিংহ ও তদন্তকারী অফিসার কল্যাণ বরা। মৃতদেহ পরে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধৃত সুরেশ মুণ্ডা ও বিজয় মুণ্ডা জানিয়েছে, মৃতদেহ যেন অন্যত্র চলে না যায়, সে জন্যই গাছের লগে বেঁধে রাখা হয়েছিল। কারও নজরে না পড়ার জন্য লগটিকে মৃতদেহের উপরে তুলে দেওয়া হয়েছিল। সম্পত্তির লোভেই যে এতসব, স্বীকার করে নেয় সুরেশ-বিজয়।

বীরেনবাবু জানান, মানিক  মুণ্ডা তাঁর কাকা। স্ত্রীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে বিয়ে দিলে তাঁকে তাঁদের সঙ্গেই থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি গররাজি হয়ে প্রতিবেশী সুরেশের ঘরকে বেছে নিয়েছিলেন। মাস দুয়েক সেখানে ভালই চলছিলেন। ওই সময়ের মধ্যে তিনি মানিক মুণ্ডার সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেন। এর পরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker