Barak UpdatesCultureBreaking News
নাট্য সমন্বয়ের নাট্যোৎসব স্থগিতBarak-Surma Drama Fest suspended as of now
১৫ মার্চ: করোনা ভাইরাস বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে৷ উৎকণ্ঠামুক্ত নয় ‘নাট্য সমন্বয়, শিলচর’-ও৷ পাঁচ নাট্য সংগঠন সমন্বিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জন্মশতবর্ষ উপলক্ষে , সহকারী হাই কমিশনার বাংলাদেশের সহযোগিতায় যে ‘অরূপ চৌধুরী (মান্না) স্মৃতি বরাক সুরমা নাট্যোৎসব’ আয়োজন করেছিল, করোনা আতঙ্কে তা স্থগিত রাখা হয়েছে৷ পরিস্থিতির পরিবর্তন হলেই নতুন তারিখ-সময় চূড়ান্ত করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ নাট্য সমন্বয়ের সভাপতি চিত্রভানু ভৌমিক, আহ্বায়ক সুব্রত (শম্ভু) রায়, ডা. রাজীব কর, শান্তনু পাল প্রমুখ জানান, শীঘ্র এই নাট্যোৎসব করার ব্যাপারে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ৷ এর পরও কেউ সদস্যপত্র বা স্পনসরের অর্থ ফিরিয়ে নিতে চাইলে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷
এ দিকে, অরূপ চৌধুরী (মান্না) নাট্যোৎসব থেকে অরূপ চৌধুরী (মান্না)-র নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রয়াত চৌধুরীর সহধর্মিনী স্বর্ণালী চৌধুরী৷ এ প্রসঙ্গে প্রবীণ নাট্যকর্মী চিত্রভানু ভৌমিক একে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেন৷ তাঁর আশা, শীঘ্র এর নিরসন ঘটবে৷