NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মেঘালয়ে ফাঁড়িপথে হালকা যান চলবে, লরি চলাচলে নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ১৭ জুন :  মেঘালয়ের লুমস্নোংয়ে ভূমিধসে ৬ নং জাতীয় সড়কে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে শীঘ্রই যান চলাচলের সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলা প্রশাসন ব্রিচিরনত-লুমস্নোং ফাঁড়িপথে হালকা  যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে৷ জেলাশাসক অবিনাশ বার্নওয়াল জানিয়েছেন, স্টার সিমেন্ট রোড নামে পরিচিত ওই পথ কোনওমতেই তিন টনের বেশি ওজন বহন করতে পারবে না৷ তাই লরি বা কোনও ধরনের ভারি যান ওই পথে চলবে না৷ জাতীয় সড়কের মেরামতি সম্পন্ন হলেই  ভারি যানবাহন চলাচল করবে৷ জরুরি ক্ষেত্রে লরি থেকে পণ্য ছোট গাড়িতে তুলে নিয়ে পারাপার করা যেতে পারে৷

Rananuj

জেলাশাসকের কথায়, যে ভাবে ওই অংশের ওপর দিয়ে জলধারা বয়ে চলেছে, তা অতি বিপজ্জনক৷ এর ওপর দিয়ে মানুষ বা যানবাহন চলাচল প্রাণঘাতী হতে পারে৷ তাই তাঁকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker