India & World UpdatesHappeningsBreaking News

Bank unions call strike on 31 Jan & 1 Feb
৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট মাসের শেষেই

১৫ জানুয়ারি : ৪৮ ঘন্টার ব্যাংক ধর্মঘটের ডাক। ছ’দফা দাবিতে জানুয়ারি মাসের শেষ দিন ও ফেব্রুয়ারি মাসের প্রথম দিন যথাক্রমে শুক্র ও শনিবার ব্যাঙ্ক ধর্মঘট। সেই সঙ্গে রবিবার জুড়ে টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাংক অফিসারদের বৃহত্তম সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের পরে ১ থেকে ৩ মার্চ ব্যাঙ্ক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবেন। দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে হবে অনির্দিষ্টকালের আন্দোলন। জানা গিয়েছে, ১১, ১২ এবং ১৩ মার্চ একই দাবিতে বিক্ষোভ অবস্থানে বসছেন ওই সংগঠনের অফিসার সদস্যরা।

এ দিকে, ৪৮ ঘন্টার লাগাতার ধর্মঘটের ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। ৪৮ ঘন্টার ব্যাংক ধর্মঘটে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker