Barak UpdatesBreaking News
বড়খলাবাসীকে ‘অশিক্ষিত’ মন্তব্যে ক্ষমা চাইলেন ব্যাঙ্ক ম্যানেজারBank Manager seeks apology for calling the people of Borkhola as ‘illiterate’
২৬ এপ্রিল : বড়খলার জনগণকে অশিক্ষিত বলার ঘটনায় শেষপর্যন্ত ক্ষমা চাইলেন সেন্ট্রাল ব্যাংকের বড়খলা শাখার ম্যানেজার বিকাশ টুকু। সেডো সংস্থার সভাপতি সত্যব্রত দে’র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ম্যানেজার তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়ে বলেন, বিএসএনএল-এর জন্য ব্যাঙ্কে প্রায় সময়ই লিংক থাকে না। এটাই ব্যাঙ্কের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা। তবে তিনি বড়খলা শাখার পরিষেবাকে আরও জনমুখী করে তোলার আশ্বাস দিয়েছেন।
সভায় ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার বক্তব্যে বলেন, ম্যানেজারের মন্তব্যে বড়খলাবাসীর মনে আঘাত লাগার ঘটনায় তিনি মর্মাহত। তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সবার সহযোগিতায় ব্যাঙ্ক কাজ করে যাবে। তিনিও গ্রাহকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। পরে অবশ্য উপস্থিত সবাই ম্যানেজারকে ক্ষমা করে দেন।
এর আগে এ দিন সভায় স্থানীয় জনগণের পক্ষ থেকে ব্যাঙ্ক ম্যানেজারের মন্তব্যের নিন্দা জানানো হয়। নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম বড়ভূইয়া, গৌরাঙ্গ দাস, অজিত দাস, সুমন দেব, খলিরুল ইসলাম বড়ভূইয়া প্রমুড়ুন
পড়ুন: জেলাশাসকের কাছে বড়খলাবাসীকে অশিক্ষিত বলে বিপাকে ব্যাঙ্ক ম্যানেজার