Barak UpdatesHappenings
বিএসএফের গুলিতে হত বাংলাদেশি পাচারকারীBangladeshi trafficker dies in firing by BSF
২৪ আগস্টঃ করিমগঞ্জে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি পাচারকারীর। শুক্রবার গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে ১০-১২ জনের এক পাচারকারী দল গরু নিতে করিমগঞ্জ জেলার ফুলকান্দি দিয়ে ভারতে প্রবেশ করে। কর্তব্যরত জওয়ানদের নজরে পড়তেই তারা চ্যালেঞ্জ জানায়। পাচারকারীরা পাল্টা দা নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। পরে বিএসএফ গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয় একজন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, তার নাম আব্দুর রৌফ। তার কাছ থেকে তিনটি দা, একটি কাটার এবং একটি বাংলাদেশি মোবাইল সেট বাজেয়াপ্ত করা হয়। পরে মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে মৃতদেহ দাবি করা হলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিঙের মাধ্যমে তা বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেবে। অন্যথায় ৭২ ঘণ্টা মর্গে রেখে তার শেষকৃত্য এখানেই সম্পন্ন হবে।
Bike lifters namely, Shamim Ahmed and Wahid Ali arrested by Cachar Police .