NE UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশন : বৃহস্পতিবার বরাকের বক্তব্য শুনবে কমিশন
ওয়েটুবরাক, ১৯ জুলাই : আসামে লোকসভা এবং বিধানসভা আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন)-এর খসড়া প্রস্তাবের ওপর গণ-শুনানি বুধবার শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের দল এ দিন গুয়াহাটিতে আসেন৷ মুখ্য নিৰ্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে দলে রয়েছেন নিৰ্বাচন কমিশনার অনুপ পাণ্ডে, নিৰ্বাচনী আধিকারিক অরুণ গোয়েল এবং দুই উপ-নিৰ্বাচনী আধিকারিক ধৰ্মেন্দ্র শৰ্মা ও আরকে গুপ্তা। তিনদিনের সফরে ডিলিমিটেশন নিয়ে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন তাঁরা৷ বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও তাঁদের মতামত জানাচ্ছেন৷
বৃহস্পতিবার বরাক উপত্যকার ব্যক্তি-সংগঠনের বক্তব্য শুনবেন তারা৷ প্রথমে তিন জেলাকে একই সঙ্গে ডাকা হলেও মঙ্গলবার সংশোধিত সূচি প্রকাশ করে জানানো হয়, একই সময়ে তিন জেলার প্রতিনিধিদের বক্তব্য শোনা হলেও করিমগঞ্জ এক জায়গায় এবং কাছাড়-হাইলাকান্দি আর এক জায়গায় বসবে৷