India & World UpdatesHappeningsBreaking News

মুজিব হত্যার আসামি মাজেদকে ফাঁসি
Bangladesh hangs ex-Army officer for killing its 1st President Mujibur Rahman

১২ এপ্রিল: শনিবার রাত ১২ টা পেরোতেই ফাঁসি দেওয়া হল শেখ মুজিবুর রহমান হত্যার আসামি  আব্দুল মাজেদকে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল৷ বুধবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন মাজেদ। পত্রপাঠ সেই আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

Rananuj

শুক্রবার সন্ধ্যায় লকডাউনের মধ্যেই মাজেদের পরিবারের লোকেদের শেষ সাক্ষাতের জন্য ঢাকার কেরানিগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। এর পরে শনিবার তাঁর প্রাণদণ্ড কার্যকর করা হল।

১৯৭৫-এর ১৫ অগস্ট অভ্যুত্থানকারী সেনারা শেখ মুজিবকে হত্যা করে৷ সেই দলে ছিলেন ক্যাপ্টেন মাজেদও৷ বাবার মৃত্যু দেখে মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ভয় পেয়ে মাজেদকে জড়িয়ে ধরেছিল৷ মাজেদ গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন ১০ বছরের রাসেলকে। ওই বছর ২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে সেনাদের যে দলটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তিন মন্ত্রী মহম্মদ মনসুর আলি, সৈয়দ নজরুল ইসলাম এবং মহম্মদ কামরুজ্জামানকে হত্যা করেছিল, মাজেদ তাতেও ছিলেন। ২০০৯-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট মাজেদ-সহ ১২ জনের ফাঁসির রায় বহাল রাখে। তার পরে ২৩ বছর তিনি ভারতে গা-ঢাকা দিয়েছিলেন বলে পুলিশের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker