Barak UpdatesHappeningsBreaking News

আরোগ্য নিধিতে বঙ্গসাহিত্য দিল ৫০ হাজার
Banga Sahitya donates Rs.50,000 to Arogya Nidhi

৭ এপ্রিল: আসাম সরকার প্রতিষ্ঠিত “আসাম আরোগ্য নিধি” তহবিলে ৫০ হাজার টাকা দিল বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ দু’টি চেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাছাড়ের জেলাশাসকের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়৷ বঙ্গসাহিত্য সূত্রে জানা গিয়েছে, সংগঠনের কেন্দ্রীয় সমিতি ও কাছাড় জেলা সমিতি ২৫ হাজার টাকা করে প্রদান করেছে৷ জেলাশাসক বর্ণালী শর্মার হাতে চেকদুটি তুলে  দিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, জেলা সমিতির সাধারণ সম্পাদক জয়ন্ত দেবরায়, কোষাধ্যক্ষ সুদীপ চক্রবর্তী প্রমুখ৷

Rananuj

এছাড়া, বঙ্গসাহিত্যের প্রবীণ সদস্য অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য তাঁর সাহিত্যিক পেনশনের এক মাসের অর্থ আরোগ্য নিধি তহবিলে প্রদান করেন৷ আট হাজার টাকার চেক তিনি সংগঠনের কর্মকর্তাদের মাধ্যমেই জেলাশাসকের কাছে পৌঁছে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker