HappeningsBreaking News

আদিবাসী সংগঠনের ডাকা বনধ-এ ব্যাপক প্রভাব ত্রিপুরায়
Bandh called by Tribal organisations gets good response in Tripura

১২ জানুয়ারিঃ আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্ধে ত্রিপুরার স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। উত্তর ত্রিপুরার করমছড়া, দক্ষিণ ত্রিপুরার সিপাইজলা, গোমতীর অমরপুর, পশ্চিম ত্রিপুরার বড়মুরায় দিনভর চলেছে বনধ্‌ সমর্থকদের বিক্ষোভ। বিপ্লব দেবের পদত্যাগের দাবিতে শনিবার ত্রিপুরা জুড়ে ১২ ঘণ্টার বনধ্‌ ডেকেছিল ৬টি আদিবাসী সংগঠনের কাউন্সিল (টিটিএএডিসি)।
বড়মুড়ার সাধুপাড়ায় দিনভর বনধ্‌ সমর্থকদের স্লোগান ওঠে ‘বিপ্লব দেব গো ব্যাক’, ‘নরেন্দ্র মোদি ডাউন ডাউন’।

এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মণ এবং এনসিটি-র সভাপতি অনিমেষ দেববর্মণ।
জগদীশ দেববর্মণ সাংবাদিকদের জানিয়েছেন, “এই বনধ্‌ ত্রিপুরার আদিবাসী উন্নয়ন কাউন্সিল স্বতঃস্ফূর্তভাবেই সমর্থন করেছে।৮ জানুয়ারি মাধববাড়িতে নাগরিক বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো মানুষদের লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করছি আমরা”।

সারা উত্তর পূর্ব ভারতে মঙ্গলবার ১১ ঘণ্টার বন্ধ ডেকেছিল এনইএসও। এনইএসও-র এক শরিক দল টিএসএফ মাধববাড়িতে রাস্তা আটকে প্রতিবাদ জানাচ্ছিল। বিক্ষোভের মাঝেই স্থানীয় কিছু দোকানে আগুণ জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে পুলিশ লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের লক্ষ্য করে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে তিন জনের গায়ে গুলি লেগেছে।

পুলিশের গুলি ছোড়ার ঘটনাকে ‘বর্বর এবং ক্ষমাহীন’ বলেছেন জগদীশ দেববর্মণ। “মাধববাড়িতে পুলিশের গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পদত্যাগের দাবিতে শনিবারের বনধ্‌ ডাকা হয়েছিল। জখম বনধ্‌ সমর্থকদের ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে”, জানিয়েছেন  জগদীশ দেববর্মণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker