NE UpdatesHappeningsBreaking News
বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজBail petition of former Tripura Minister Badal Choudhury rejected
৩১ অক্টোবরঃ উড়ালপুল নির্মাণ দুর্নীতিতে অভিযুক্ত ত্রিপুরার প্রাক্তন পূর্তমন্ত্রী, সিপিএম নেতা বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। জামিনের শুনানি গত বুধবার শেষ হয়। তবে হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ রায়দান স্থগিত রেখেছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর রায়ে জামিন নাকচের কথা ঘোষণা করেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেই অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীকে আদালতে হাজির করাতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
রাজ্যের অ্যাডভোকেট-জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, “তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ রয়েছে। তাই জামিনের আবেদন হাইকোর্টে নাকচ হয়ে গিয়েছে৷“ বাদল বাবুর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন জানান, রায়ের কপি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ দিকে জিবি হাসপাতালে গিয়ে বাদলবাবুর সঙ্গে দেখা করে এসে তাঁর আরেক আইনজীবী অরিন্দম ভট্টাচার্য জানান, বাদলবাবুর বুকে এখনও ব্যথা রয়েছে৷ সিপিএম বিধায়কদের একটি দল তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল৷ কিন্তু পুলিশ তাঁদের অনুমতি দেয়নি।