India & World UpdatesBreaking News

প্রাক্তন পাক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন ব্লগারের
Pak based US blogger accuses former Pakistan minister of rape charges

6 জুন ঃ পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মার্কিন ব্লগার সিন্থিয়া ডি রিচি। তাঁর অভিযোগ, ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসেই তাঁকে ধর্ষণ করেছেন সে দেশের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর গায়ে হাত তোলেন বলেও দাবি করেছেন সিন্থিয়া। নিরপেক্ষ তদন্ত হলে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ফেসবুক লাইভে তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন।  বলেন, ‘‘২০১১ সালে পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। ঠিকই শুনেছেন। আরও একবার বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন।’’

সিন্থিয়া জানান, ২০১১ সালে আল কায়দা নেতা ওসামা  বিন লাদেনের বিরুদ্ধে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালায় মার্কিন সেনা। তাতে মৃত্যু হয় লাদেনের।  সেই সময়ই ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে রহমান মালিক তাঁকে ধর্ষণ করেন। সেই সময় পাকিস্তানে পিপিপি-র সরকার ছিল।  সেখানে তাঁকে কেউ সাহায্য করবে না ভেবেই সেই সময় এ নিয়ে তিনি মুখ খোলেননি বলে জানিয়েছেন সিন্থিয়া।

এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে সম্প্রতি তাঁর বাগদান সম্পন্ন হয়েছে। হবু স্বামীই তাঁকে সত্যিটা সামনে তুলে আনতে উৎসাহ জুগিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন রহমান মালিক। শনিবার তাঁর মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘এই সমস্ত অভিযোগের কোনও সত্যতা নেই। রহমান মালিককের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। একজন বিশেষ ব্যক্তি ও সংগঠনের নির্দেশ মতো কাজ করছেন ওই মার্কিন মহিলা।’’ সিন্থিয়ার গায়ে হাত তোলার কথা অস্বীকার করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker