NE UpdatesBarak UpdatesIndia & World Updates

ডিটেনশন ক্যাম্প নেই! মোদির কথায় বিস্মিত বরাক
No detention camp is there! Barak surprised at this statement of PM Modi

২৪ ডিসেম্বর: দেশের কোথাও কোনও ডিটেনশন ক্যাম্প নেই! প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে বিষ্মিত বাপন দেব, সাধন পুরকায়স্থ, সৌমেন চৌধুরীরা৷ বাপনের মা কাজলবালা দেব গত বৃহস্পতিবারই শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেয়েছেন৷ ২০১৭ সালের ২০ এপ্রিল ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করে ক্যাম্পে পুরে দিয়েছিল৷ সে থেকে কী-ই না লড়াই গিয়েছে তার৷ হাইকোর্টে আপিল, পরে তা ট্রাইব্যুনালে ফেরত পাঠালে আরেক প্রস্ত দৌড়ঝাঁপ৷ শেষে কাজলবালা মুক্তি পেলেন৷

কিন্তু ভারতে জন্মানোর পরও কেন তাকে বিদেশি বলা হচ্ছে, কেন ডিটেনশন ক্যাম্প নামের জেলে দিন কাটাতে হচ্ছে, ওই সব ভাবতে ভাবতে কবে যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি! মুক্তির সময় জেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, তাকে শিলচর মেডিক্যাল কলেজের মানসিক চিকিৎসা বিভাগে দেখানো হয়েছে৷ চিকিৎসা চলছিল৷ তা যেন তারা অব্যাহত রাখেন৷ দিনমজুর বাপন চারদিন ধরে মায়ের চিকিৎসার কথাই ভেবে চলেছেন৷ চিকিৎসায় কত টাকা লাগবে কে জানে! সুস্থ করে তুলতে পারবেন কিনা, এ নিয়েও চিন্তিত তিনি৷ এরমধ্যে প্রধানমন্ত্রীর এমন কথা শুনে মেজাজ স্থির রাখতে পারেন না৷ গলা চড়িয়ে বলে ওঠেন, তাহলে মা কোথায় গিয়ে পাগল হলেন? কোথা থেকে বের করার জন্য এত ছুটোছুটি?

Protest against Detention Camp at Silchar. File Picture

মোদির কথায় উত্তেজিত হয়ে ওঠেন আইনজীবী সৌমেন চৌধুরীও৷ ১০২ বছরের বৃদ্ধ চন্দ্রধর দাসকে তিনিই ডিটেনশন ক্যাম্প থেকে জামিনে বের করে আনেন৷ এখনও মামলা চলছে ফরেনার্স ট্রাইব্যুনালে৷ বিছানায় পড়ে থেকে চন্দ্রধর দাস শুধু প্রার্থনা করেন, মৃত্যুর আগে শুনে যেতে চান, তিনি ভারতীয়ই‌৷ তাঁর আইনজীবী সৌমেনবাবু ২০১৪ সালে শিলচরে এসে মোদি যে ভাষণ দিয়েছিলেন, এর উল্লেখ করেন৷ সেদিন ভোটের প্রচারে তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেবেন৷

সৌমেনবাবুর প্রশ্ন, দেশে ডিটেনশন ক্যাম্প না থাকলে তিনি কী গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন? তাঁর কথায়, প্রধানমন্ত্রী হয়ে যদি বলেন ডিটেনশন ক্যাম্প নেই, তাহলে তিনি মিথ্যাচার করছেন৷ আর সরকারের কাছে যদি কোনও তথ্যই না থাকে, তবে তা আবার অপদার্থতার সামিল৷ নাগরিক অধিকার রক্ষা সমিতির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থও বলেন, দেশের প্রধানমন্ত্রী বটে, কোন রাজ্যে কী ব্যবস্থা সেটাই জানেন না!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker