India & World UpdatesHappeningsBreaking News
জলপাইগুড়ির নদীতে হড়পা, প্রতিমা বিসর্জনে গিয়ে ভেসে গেলেন ৮ জনAt least 8 drown in flash floods during Durga idol immersion at Jalpaiguri
The incident took place around 8.30 pm on Wednesday when hundreds of people gathered on the banks of the Mal river to participate in the immersion ceremony
ওয়েটুবরাক, ৬ অক্টোবর : প্রতিমা বিসর্জনের সময় ডুয়ার্সের মাল নদীতে হড়পা বান দেখা দেয়৷ ভেসে গিয়েছেন অন্তত ৮ জন। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে নামানো হয় জেসিবি। বন্ধ করে দেওয়া হয় বিসর্জন। নদীর মাঝে চরে আটকে পড়েছিলেন কমপক্ষে ৪০ জন। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। আচমকা বিপর্যয় ঘটে। তীব্র গতিতে ধেয়ে আসে নদীর জল। জলের মধ্যে আটকে পড়ে গাড়িও। অন্তত ২০ জন নিখোঁজ৷
জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, ‘স্থানীয়ভাবে কোনও বৃষ্টি হয়নি। পাহাড়ি নদী এটা। পাহাড়ে ভারী বৃষ্টির ফলে হড়পা বান চলে এসেছিল। অনেককে নদীর জল থেকে উদ্ধার করা হয়েছে। ৩০-৪০ জন্য আটকে পড়ছিলেন চরে। তাঁদের তুলে আনা হয়েছে।’
Saddening news coming from Jalpaiguri as flash flood in Mal river during Durga Puja immersion swept away many people. Few deaths have been reported till now.
I request the DM of Jalpaiguri & @chief_west to urgently step up rescue efforts & provide assistance to those in distress. pic.twitter.com/4dZdm2WlLO— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 5, 2022
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। কয়েক জন ভেসে যান। তাঁদের মধ্যে আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নদীতে তল্লাশি অভিযান চলছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।’