Barak UpdatesHappenings

হৃদরোগ বিশেষজ্ঞ রাকেশ গোপাল শিলচর মেডিক্যালে এলেন, রোগী দেখলেন
At last Silchar gets an eminent cardiologist, Dr. Rakesh P Gopal joins SMCH

৪ সেপ্টেম্বরঃ স্বস্তির নিঃশ্বাস ফেলল থাউজেন্ড সায়ন্তনস। বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ পেল বরাকবাসী৷ চেন্নাই থেকে হৃদরোগ বিশেষজ্ঞ রাকেশ পি গোপাল অবশেষে শিলচরে এলেন। মেডিক্যাল কলেজে বসে রোগী দেখলেন।  কথা বললেন ছাত্র-শিক্ষকদের সঙ্গে।  প্রথম মাসে অবশ্য করোনা আবহের দরুন একদিনের জন্যই এসেছেন। দেখেছেন ৩১ রোগী।  ৬০ জন নাম লিখিয়েছিলেন। লকডাউনের দরুন অনেকে আসতে পারেননি।  ডা. গোপাল জানিয়েছেন, আগামী মাস থেকে তিনি টানা তিনদিন থাকবেন,  রোগী দেখবেন।  ক্যাথ ল্যাব হলে চিকিতসায় অনেকটা সুবিধে হবে বলে জানান ডা. গোপাল।

যাদের লাগাতার প্রয়াসে ডা. গোপালকে পেয়েছেন বরাকবাসী, সেই থাউজেন্ড সায়ন্তনস শুক্রবার মেডিক্যাল কলেজে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।  তাঁকে বরাক উপত্যকায় স্বাগত জানান।

থাউজেন্ড সায়ন্তনস জানিয়েছে, তাঁরা এখন শিলচর মেডিক্যাল কলেজে এনজিওপ্লাস্টি, নিউরোলজি চিকিতসা, নিউরোলজি-নেফ্রলজি-কার্ডিওলজিতে ডিএম কোর্স চালু ও সমস্ত শূন্যপদ পূরণের দাবিতে সরব থাকবেন। ডিপিআর অনুযায়ী এইমসের আদলে শিলচর মেডিক্যালকে উন্নত করা এবং সমস্ত মেশিনারি যাতে ঠিকঠাক কাজ করে ওইসব দাবি আদায়ের জন্যও লড়বেন, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker