Barak UpdatesHappeningsBreaking News
শিলচর রেলস্টেশন চত্বরে অসমিয়া পোস্টার, কালি লেপে দিল বিডিওয়াইএফ, এবসোAssamese poster at Silchar Station, black ink smeared over it
ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : শিলচর রেলস্টেশনে সম্প্রতি অসমীয়া ভাষায় লিখিত একটি সরকারি প্রকল্পের পোস্টার লাগানো নিয়ে প্রতিবাদে সোচ্চার হল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট এবং সারা বাঙালি ছাত্র যুব সংস্থার সদস্যরা। এদিন রেলস্টেশন চত্বরে জমায়েত হয়ে উভয় সংগঠনের সদস্যরা প্রথমে অসমিয়া ভাষায় লিখিত সরকারি পোস্টারটি কালো কালি দিয়ে মুছে দেন। এরপর তাদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর।
পরে বক্তব্য রাখতে গিয়ে যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, একাদশ শহিদের রক্তের বিনিময়ে ১৯৬১ সালে যে ত্রিভাষা সূত্র সরকারি ভাবে গৃহীত হয়, তাতে স্পষ্টতই সরকারি কাজকর্ম ও প্রচার ইত্যাদিতে বরাকে বাংলাভাষা ব্যবহৃত হবে বলে সিদ্ধান্ত হয় এবং এই ব্যাপারটি বর্তমান সরকারের অজানা থাকার মোটেই কথা নয়। কিন্তু তারপরও সরকারি তরফে বারবার এখানে অসমিয়া ভাষায় পোস্টার লাগানো হচ্ছে৷ এর পেছনে কু-উদ্দেশ্য রয়েছে বলেই মনে করেন কল্পার্নব৷ তিনি বলেন, দিশপুরের কর্তাব্যক্তিরা এইভাবে পেছন দিক দিয়ে বরাককে গোয়ালপাড়া বানাতে চাইছেন। কিছুদিন আগে বিজেপি বিধায়ক পরমানন্দ রাজবংশী বরাকে এসে প্রাথমিক স্তরে যে অসমিয়া বাধ্যতামূলক করার কথা বলেছেন, সে সবও একই পরিকল্পনার অঙ্গ।
বরাকে এইভাবে পেছন থেকে অসমিয়া ভাষা চাপিয়ে দিতে গেলে তার ফল মোটেই ভালো হবে না বলে সতর্ক করে দেয বিডিএফ যুব ফ্রন্ট।
সারা বাঙালি ছাত্র যুব সংস্থার কাছাড় জেলা কমিটির সভাপতি রাজু দেব বলেন, যে রেলস্টেশন চত্বর একাদশ শহিদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেখানে ভাষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইসব অবিবেচক কাজ ধিক্কারযোগ্য। তিনি বলেন, এইসব অবিলম্বে বন্ধ না হলে আবার ৬১-এর আন্দোলনের পুনরাবৃত্তি হবে।
এ দিনের কর্মসূচিতে বিডিএফ যুব ফ্রন্টের পক্ষ থেকে দেবায়ন দেব, দেবরাজ দাসগুপ্ত, হৃষীকেশ দে, জয়দীপ ভট্টাচার্য ও সারা বাঙালি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে আসাম রাজ্য কমিটির সভাপতি অজিত দাস সহ রাজু দেব, রাজীব দাস, মিঠু দাস, সমর দাস, টিপুল দাস, হারাধন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।