India & World UpdatesHappeningsBreaking News
শুক্রবার দেশ জুড়ে পেট্রল পাম্পের সামনে কংগ্রেসের বিক্ষোভ, কাছাড়েও প্রস্তুতি
ওয়েটুবরাক, ৮ জুনঃ পেট্রল, ডিজেলের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। এ নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রথম পর্যায়ে আগামী শুক্রবার দেশের সমস্ত পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ দেখাবে তারা। এ জন্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ পেয়ে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে শিলচর জেলা কংগ্রেসেও।
আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক গজেন্দ্রপ্রসাদ উপমন্যু বলেন, কোভিড অতিমারির বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ লড়াই করে চলেছেন। এই সময়ে কেন্দ্র একের পর এক পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। গত তেরোমাসে পেট্রলের দাম বেড়েছে ২৫ টাকা, ডিজেলের ২৩ টাকা ৯৩ পয়সা। ওই সময়সীমায় মোট ৪৩ বার জ্বালানি সামগ্রীর দাম বেড়েছে। ফলে অত্যাবশ্যকীয় জিনিসের দামও লাফিয়ে বাড়ছে।
এই অবস্থায় গজেন্দ্রবাবু রাজ্যের সমস্ত জেলা ও ব্লক কংগ্রেস কমিটিগুলিকে শুক্রবার বেলা এগারোটায় নিজেদের এলাকার পেট্রেল পাম্পের সামনে বিক্ষোভ দেখানোর আহ্বান জানান। তিনি কোভিড প্রটোকলের কথা মাথায় রেখেই আন্দোলন গড়ে তুলতে বলেন।