Barak UpdatesHappeningsBreaking News

স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দিল আসাম বিশ্ববিদ্যালয়
Assam University defers TDC Non-CBCS examination

১৩ জুনঃ আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি (নন সিবিসিএস) পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 7 জুলাই থেকে তা শুরু হওয়ার কথা ছিল। নতুন তারিখ অবশ্য ঘোষণা করা হয়নি।  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিষয়ক পরামর্শদাতা ড. সুপ্রবীর দত্তরায় জানিয়েছেন, কোভিড সংক্রমণ এবং পারিপার্শ্বিক অবস্থার দিকে নজর রেখে পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি তা স্থগিত রাখা হয়েছে। সঙ্গে অফলাইন ফর্ম জমার তারিখ বাড়িয়ে ২৫ জুন করা হয়েছে।  অনলাইন জমা সংক্রান্ত ঘোষণা শীঘ্র জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন। এ বার আর পরীক্ষার ফি জমা দেওয়া নিয়ে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। ড. দত্তরায় বলেন, পরীক্ষার আগে যে কোনও সময় কলেজে জমা করলেই হবে।

Rananuj

রিভ্যালুয়েশন ফর্ম অফলাইনেই জমা রাখার পক্ষপাতী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ।  তাঁর কথায়, কেউ অফলাইন জমা করতে না পারলে তার জন্য অনলাইনে জমার ব্যবস্থা থাকবে।  ড. দত্তরায় ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে।  ফলে এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।

শুক্রবারই এসিটিএ আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল।  তাঁরা সিবিসিএস পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়া নয়, এই সেমিস্টারের পরীক্ষা গ্রহণেরই পক্ষপাতী নন।  তাদের পরামর্শ, ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট ৫0 শতাংশ ও পুরনো ফলাফলের নিরিখে ৫0 শতাংশ নম্বর প্রদান করা হোক। আর নন-সিবিসিএস পরীক্ষায় তাদের পরামর্শ, আগে সিলেবাস চূড়ান্ত হোক, কলেজ খুললে অন্তত ৩ সপ্তাহ ক্লাশ হোক এবং যে টুকু ক্লাশে পড়ানো যাবে, সেই হিসাবে প্রশ্নপত্র তৈরি হোক৷

তাঁরা পরীক্ষার ফি না নিতেও পরামর্শ দিয়েছেন।  জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ফি না নিলে শিক্ষকরা পরীক্ষা সংক্রান্ত কাজে কোনও পারিশ্রমিক বা সাম্মানিক নেবেন না।  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ অবশ্য এ নিয়ে মন্তব্যে যায়নি।

Also Read: Students will suffer due to the whims of the exam branch of Assam Univ, ACTA in anguish……বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগের খামখেয়ালিতে ভুগবে ছাত্ররা, উদ্বেগে এসিটিএ

June 13: Assam University, Silchar has postponed the TDC non-CBCS examination, which was earlier supposed to take place from 7 July, 2020. However, the revised date and exam schedule has not yet been announced. Dr. Suprabir Dutta Roy, Advisor to Vice Chancellor on Examinations informed that the decision has been taken in the backdrop of the spread of COVID-19 and the situation that has resulted thereof. Apart from this, he also informed that the last date for offline submission form for TDC Non-CBCS examination has been extended till 25 June. He also informed that an online portal for submission of exam forms will be made available soon. He said that no time frame has been set for deposit of exam fees. Dr. Dutta Roy said that the students can deposit the exam fees  in their respective colleges anytime before the examination.

The exam branch of the varsity will be accepting the forms for re-evaluation in offline mode. Dr. Suprabir Dutta Roy said that if any students finds it difficult to submit forms offline for re-evaluation, then in that case, he/she will be allowed to apply online. Dr. Dutta Roy assured the students the the university will take the decision as regards conduct of examination on the basis of the prevailing situation, so the students need not worry.

It needs mention here that Assam College Teachers’ Association on Friday during a press briefing severely criticised the exam related decisions adopted by Assam university during the pandemic situation. They clearly stated raised the demand that the TDC Non-CBCS exam needs to be deferred immediately. It was supposed to be held from 7 July. ACTA further said that as due to lockdown, syllabus could not be completed, so first the exam branch in consultation with the colleges should curtail the syllabus first and then fix the exam schedule.

As regards TDC CBCS, ACTA stated that given the pandemic situation, the university should follow the alternative means suggested by UGC & MHRD. As regards 2nd & 4th semester students, UGC stated that, “In order to maintain ‘social distancing’, safety and health of the students, grading of the students could be composite of 50% marks on the basis of the pattern of internal evaluation adopted by the universities and the remaining 50% marks can be awarded on the basis of performance in previous semester only (if available).”

ACTA alsso suggested for fees waiver of all students during the ensuing semester examination. They stated that in that case, the members of ACTA will also not claim remuneration for invigilation etc. However, the exam branch of the varsity did not make any comment on this issue.

Also Read: Students will suffer due to the whims of the exam branch of Assam Univ, ACTA in anguish……বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগের খামখেয়ালিতে ভুগবে ছাত্ররা, উদ্বেগে এসিটিএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker