NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
অফলাইনেই হবে টিডিসি পরীক্ষা, ২২ সেপ্টেম্বর ধরে প্রস্তুতি আসাম বিশ্ববিদ্যালয়েAssam Univ gears up to conduct TDC Final Sem exam in offline mode from 22 Sept
২৯ আগস্ট: স্নাতক স্তরের চূড়ান্ত (টিডিসি) পরীক্ষা অফলাইনেই গ্রহণ করা হবে৷ ২২ সেপ্টেম্বর পরীক্ষা শুরু করতে চাইছে আসাম বিশ্ববিদ্যালয়৷ এর সঙ্গে অবশ্য বহু যদি-কিন্তু জড়িয়ে রয়েছে৷ বরাক উপত্যকা এবং পার্বত্য জেলার অধিকাংশ কলেজে এখন কোয়রান্টিন সেন্টার৷ কয়েকটি আবার কোভিড কেয়ার সেন্টারেও পরিণত৷ তাই জেলাশাসকদের চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়ের মধ্যে এরা সমস্ত পরীক্ষাকেন্দ্র সাফসুতরো করে পূর্ণ স্যানিটাইজ করে দিলেই তা সম্ভব৷ সে ক্ষেত্রে ১৫ দিন সময় দিয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ৷ এলএলবি চূড়ান্ত বর্ষের পরীক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷
গত ২১ আগস্ট অ্যাকাডেমিক কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে বিশ্ববিদ্যালয় চত্বরে পাঠরত ছাত্রছাত্রীদের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা অন্য কোনও কোর্সের অফলাইন পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ে থাকা কোভিড কেয়ার সেন্টার ও কোয়রান্টাইন সেন্টারগুলি তুলে নিয়ে স্যানিটাইজ করার পরই ওইসব পরীক্ষা নিয়ে ভাবা হবে৷ তবে বিভাগগুলি বর্তমান পরিকাঠামোতে ইউজিসি নির্দেশিকা মেনে অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব বলে মনে করলে নিতে পারে৷ সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে অনলাইন পরীক্ষার নিয়মনীতি তৈরি করে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের পরামর্শক্রমে বিজ্ঞপ্তি জারি করতে হবে৷
একই সঙ্গে টিডিসি (সিবিসিএস) কোর্সের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের প্র্যাকটিক্যাল যাদের রয়েছে, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা না নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে৷ এরা প্র্যাকটিক্যালের বদলে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট জমা করবে৷ পরীক্ষার বিজ্ঞপ্তি জারির ২০ দিনের মধ্যে সেগুলি তাদের জমা করতে হবে৷ এ ব্যাপারে কলেজগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে৷ বিএড চূ়ড়ান্ত বর্ষের পরীক্ষা হবে সেপ্টেম্বরের শেষদিকে৷
একই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আউট-স্টেশন কর্মীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসে রিপোর্ট করতে বলা হয়েছে৷ অনলাইনেই তাঁরা রিপোর্ট করবেন নিজের কন্ট্রোলিং অফিসার বা বিভাগীয় প্রধানের কাছে৷ পাশাপাশি অনলাইন ক্লাশ সম্পর্কে নিজ নিজ ডিনের মাধ্যমে উপাচার্যকে মাসিক রিপোর্ট করতে বিভাগীয় প্রধানদের বলা হয়েছে৷