NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

অফলাইনেই হবে টিডিসি পরীক্ষা, ২২ সেপ্টেম্বর ধরে প্রস্তুতি আসাম বিশ্ববিদ্যালয়ে
Assam Univ gears up to conduct TDC Final Sem exam in offline mode from 22 Sept

২৯ আগস্ট: স্নাতক স্তরের চূড়ান্ত (টিডিসি) পরীক্ষা অফলাইনেই গ্রহণ করা হবে৷ ২২ সেপ্টেম্বর পরীক্ষা শুরু করতে চাইছে আসাম বিশ্ববিদ্যালয়৷ এর সঙ্গে অবশ্য বহু যদি-কিন্তু জড়িয়ে রয়েছে৷ বরাক উপত্যকা এবং পার্বত্য জেলার অধিকাংশ কলেজে এখন কোয়রান্টিন সেন্টার৷ কয়েকটি আবার কোভিড কেয়ার সেন্টারেও পরিণত৷ তাই জেলাশাসকদের চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়ের মধ্যে এরা সমস্ত পরীক্ষাকেন্দ্র সাফসুতরো করে পূর্ণ স্যানিটাইজ করে দিলেই তা সম্ভব৷ সে ক্ষেত্রে ১৫ দিন সময় দিয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ৷ এলএলবি চূড়ান্ত বর্ষের পরীক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷

গত ২১ আগস্ট অ্যাকাডেমিক কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে বিশ্ববিদ্যালয় চত্বরে পাঠরত ছাত্রছাত্রীদের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা অন্য কোনও কোর্সের অফলাইন পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ে থাকা কোভিড কেয়ার সেন্টার ও কোয়রান্টাইন সেন্টারগুলি তুলে নিয়ে স্যানিটাইজ করার পরই ওইসব পরীক্ষা নিয়ে ভাবা হবে৷ তবে বিভাগগুলি বর্তমান পরিকাঠামোতে ইউজিসি নির্দেশিকা মেনে অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব বলে মনে করলে নিতে পারে৷  সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে অনলাইন পরীক্ষার নিয়মনীতি তৈরি করে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের পরামর্শক্রমে বিজ্ঞপ্তি জারি করতে হবে৷

একই সঙ্গে টিডিসি (সিবিসিএস) কোর্সের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের প্র্যাকটিক্যাল যাদের রয়েছে, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা না নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে৷  এরা প্র্যাকটিক্যালের বদলে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট জমা করবে৷ পরীক্ষার বিজ্ঞপ্তি জারির ২০ দিনের মধ্যে সেগুলি তাদের জমা করতে হবে৷ এ ব্যাপারে কলেজগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে৷ বিএড চূ়ড়ান্ত বর্ষের পরীক্ষা হবে সেপ্টেম্বরের শেষদিকে৷

একই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আউট-স্টেশন কর্মীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসে রিপোর্ট করতে বলা হয়েছে৷  অনলাইনেই তাঁরা  রিপোর্ট করবেন নিজের কন্ট্রোলিং অফিসার বা বিভাগীয় প্রধানের কাছে৷ পাশাপাশি অনলাইন ক্লাশ সম্পর্কে নিজ নিজ ডিনের মাধ্যমে উপাচার্যকে মাসিক রিপোর্ট করতে বিভাগীয় প্রধানদের বলা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker