NE UpdatesAnalyticsBreaking News
Assam: Secondary TET results declared, pass percentage 31.6আসামে হাইস্কুল টেট ফলাফল ঘোষিত, পাশ ৩১.৬ শতাংশ পরীক্ষার্থী
৪ মার্চ : আসাম হাইস্কুল টেট পরীক্ষার ফলাফল বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে। এ বছর পরীক্ষায় ৩১.৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজ্যের ২৮টি জেলায় অসমিয়া, বাঙালি, মণিপুরি, বড়ো ও হিন্দি মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়।
এবার পরীক্ষায় বসেছিলেন মোট ৩৫,৮১৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১১,৩২২ জনকে পাশ ঘোষণা করা হয়েছে। এই ফলাফল আসাম সর্বশিক্ষা অভিযান মিশনের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।
উত্তীর্ণ পরীক্ষার্থীরা এখন রাজ্য সরকারের স্কুলগুলোতে নবম ও দশম শ্রেণির স্নাতক শিক্ষক পদে আবেদন করতে পারবেন। একটি সূত্রে জানা গেছে, রাজ্য সরকার খুব শীঘ্রই টেট উত্তীর্ণদের জন্য চাকরির প্রক্রিয়া শুরু করবে।