Barak UpdatesHappeningsBreaking News
জুনে কাছাড়ে গড় সংক্রমণের হার ৪.৪ শতাংশCachar has an average positivity rate of 4.4% in June
ওয়েটুবরাক, ২২ জুনঃ কাছাড় জেলায় গত ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত করোনা সংক্রমণের গড় টানলে দেখা যায়, প্রতিদিন ৪.৪ শতাংশ হারে সংক্রমণ ঘটেছে। এর মধ্যে রেটের তুলনায় আরটিপিসিআরে সংক্রমণ হার অনেকটাই বেশি। রেটে দেখা যায়, গত ২১দিনে সংক্রমিত হয়েছেন ১০৬২৪জন। টেস্ট হয়েছিল ৩ লক্ষ ২৫ হাজার ৫৬৬ জনের। অর্থাত সংক্রমণ হার ৩ শতাংশ। কিন্তু আরটিপিসিআরে করোনা ধরা পড়েছে ৫৯৪৮ জনের। টেস্ট হয়েছিল ৫৩ হাজার ১০৪ জনের। সংক্রমণ হার ১১ শতাংশ। দুটোকে এক সঙ্গে মিলিয়ে দেখলে চলতি মাসে মোট ৩ লক্ষ ৭৮ হাজার ৬৭০ জনের কোভিড টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে পজিটিভ বলে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৬৭২জন। অর্থাত জেলার গড় সংক্রমণ হার ৪.৪ শতাংশ।
জেলা স্বাস্থ্য দফতরের এক পরিসংখ্যানে প্রকাশ, কাছাড় জেলায় কোভিডে মৃত্যুর সংখ্যাও এই মাসে বেশ নেমে গিয়েছে। গত সপ্তাহে সর্বোচ্চ তিনজন প্রাণ হারিয়েছিলেন, সেটা গত ১৪ তারিখে। বাকি দিনগুলিতে একজন কি দুইজন। এটা নিশ্চিতভাবেই জেলাবাসীর জন্য স্বস্তিদায়ক।