Barak UpdatesHappenings
যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে শিলচরের দূরদর্শন কেন্দ্র, রূপমের আশঙ্কা
৭ অগস্ট: শিলচর দূরদর্শন কেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার নিয়ে তালবাহানা চলছে, এমনটাই অভিযোগ রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার।
শিলচর দূরদর্শন থেকে বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত স্থানীয় অনুষ্ঠান চলে৷ সোম, বৃহস্পতি এবং শনিবার স্থানীয় সংবাদ সম্প্রচার করা হয়। বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন ভাষাভাষী মানুষের বিভিন্ন বৈচিত্র্যসম্পন্ন সংস্কৃতি এই দূরদর্শনের মধ্য দিয়ে সম্প্রচার হয়ে আসছে বহু বছর ধরে। তাতে বরাক উপত্যকার স্থানীয় সংস্কৃতি চর্চা যেমন চলছে বা সকলেই উপভোগ করতে পারছে, এখানকার কলাকুশলীরাও তাদের প্রতিভা বিকশিত করতে পারছে। এছাড়াও রয়েছে চা বাগানের এক বৃহত্তর অঞ্চলের জনজীবনের সংস্কৃতির সম্প্রচার অনুষ্ঠান।
রূপমের অভিযোগ, এই শিলচর দূরদর্শনকে গুয়াহাটির সঙ্গে যুক্ত করে দেওয়ার চক্রান্ত চলছে এবং অসমিয়া অনুষ্ঠান এখান থেকে রিলে করে সম্প্রচারের কথা ভাবা হচ্ছে। এখানে আপলিংকিংয়ের সুবিধে না থাকার দরুণ বর্তমানে স্থগিত রাখা হয়েছে। এখন দূরদর্শন শিলচর কেন্দ্রে একটি নিউজ ওভি ভ্যান এসেছে, এ থেকে ভাবা হচ্ছে, এরই মাধ্যমে আপলি়ংকিং করে অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
এই ভাবনাচিন্তার প্রেক্ষিতে রূপম সংস্থার আবেদন, এই দূরদর্শন কেন্দ্রকে ব্রহ্মপুত্র উপত্যকার কাছে যেন সমর্পণ করতে না হয়৷ স্মারকপত্র পাঠায় তথ্য-সম্প্রচার মন্ত্রীর কাছে৷ রূপম এর আগেও গত ২৪ শে জুলাই এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছিল৷ এখনও তাদের ধারণা, কিছুদিনের মধ্যে শিলচর দূরদর্শন কেন্দ্র থেকে ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। তাই বরাক উপত্যকার সংস্কৃতিপ্রেমী জনসাধারণ সহ সকল নাগরিকদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য রূপম অনুরোধ জানায়।