NE UpdatesHappeningsBreaking News
আক্রান্ত আরও একজনের মৃত্যু আসামে, নয়া সংক্রমণ ৪১Assam records 12th Corona related death
৩০ জুন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে আসামে। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ১২। মঙ্গলবার দুপুরে নতুন এই মৃত্যুর খবর টুইটারে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মৃত ব্যক্তি গুয়াহাটি ফাটাশীল আমবাড়ির দিলীপ তালুকদার। বয়স ৫০ বছর। স্বাস্থ্যমন্ত্রী জানান, দিলীপ তালুকদারকে গত ২২ জুন গুয়াহাটি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেখানে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু পরীক্ষার পর দেখা যায়, এই ব্যক্তি কোভিড আক্রান্ত। মন্ত্রী মৃতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, মঙ্গলবার সকালে নতুন করে ৪১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানান, এই আক্রান্তদের মধ্যে ১৮ জন শোণিতপুরের, ৬ জন যোরহাটের, ৫ জন কামরূপ মেট্রো জেলার, ৩ জন করে লখিমপুর, নগাঁও ও বরপেটার, ২ জন কার্বি আংলং এবং ১ জন ধেমাজির। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৩৫। করোনা মুক্ত হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৩৩৩ জন। বর্তমানে চিকিতসাধীন রয়েছেন ২৪৮৮ জন।