NE UpdatesAnalyticsBreaking News
এ বার লকডাউনে আরও কঠোর হবে আসাম পুলিশ
Assam Police to be more strict during lockdown 2.0

১৪ এপ্রিল : লকডাউনের ক্ষেত্রে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আরও কঠোর হবে আসাম পুলিশ। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করছে। আসাম পুলিশের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে, ‘কারও মনে কোনও সন্দেহ থাকার কথা নয়। লকডাউন আগামী ৩ মে পর্যন্ত চলবে। এর মধ্যে ২০ এপ্রিল পর্যন্ত তা কঠোরভাবে পালন করা হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।’ এ ব্যাপারে রাজ্য পুলিশের অতিরিক্ত সঞ্চালক প্রধান (আইনশৃঙ্খলা) আসাম পুলিশকে আরও কঠোর হতে আহ্বান জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগামী ২০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যের পরিস্থিতি আরও সূক্ষভাবে নিরীক্ষণ করা হবে এবং লকডাউনের সময় আরও কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন রাজ্যের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।