NE UpdatesHappeningsBreaking News
গোয়ালপাড়ার দুধনৈয়ে রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক হাসপাতালের যাত্রা
গুয়াহাটি, ২ নভেম্বর : গোয়ালপাড়া জেলার দুধনৈয়ে বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদিক হাসপাতালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে ৫০ শয্যার নবনির্মিত এই হাসপাতালটি এদিন উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উল্লেখ্য একমাস আগে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী মাজুলিতে রাজ্যের প্রথম আয়ুর্বেদিক হাসপাতালের উদ্বোধন করেন।
রাজ্যের দ্বিতীয় এই আয়ুর্বেদিক হাসপাতালে অত্যাধুনিক আয়ুর্বেদিক পরীক্ষাগার, পঞ্চকর্মা কেন্দ্র, বন্ধ্যাত্ব ক্লিনিক, ওপিডি ও আইপিডি পরিষেবা সহ যোগ কেন্দ্র এবং আয়ুর্বেদিক চিকিৎসার অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সনোয়াল বলেছেন, বহু প্রজাতির বনৌষধি উদ্ভিদে সমৃদ্ধ আসাম তথা উত্তর-পূর্বাঞ্চলের দেশের আয়ুষ ক্ষেত্রকে সমৃদ্ধ করার অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আয়ুর্বেদিক তথা পরম্পরাগত ভারতীয় চিকিৎসা পদ্ধতির দ্রুত বিকাশের ক্ষেত্রে রাজ্য সরকারকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। তিনি এও জানান, রাজ্য সরকারের সহযোগিতায় ডিব্রুগড়ে একটি জাতীয় স্তরের যোগ ও প্রাকৃতিক চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই এ ব্যাপারে অনুমোদন জানানো হয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে একটি ১০০ শয্যার যোগ ও প্রাকৃতিক চিকিৎসার হাসপাতাল স্থাপন করা হবে। এই প্রতিষ্ঠানের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই জমির ব্যবস্থা করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, মাজুলি ও দুধনৈয়ে ৫০ শয্যার দুটি আয়ুর্বেদিক চিকিৎসালয় স্থাপনের পাশাপাশি রাজ্যে নতুন করে আরো ছয়টি আয়ুষ চিকিৎসালয় স্থাপন করা হবে। এছাড়া একশোটি আয়ুস ঔষধালয় এবং ৫০০টি আয়ুষ স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র নির্মাণের জন্য মন্ত্রক অনুমোদন জানিয়েছে বলে এদিন উল্লেখ করেন সোনোয়াল। এদিন অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বক্তব্য রাখেন।