Barak UpdatesHappeningsBreaking News
আজ বেলা ১১টায় বঙ্গসাহিত্যের ধরনা
১৮ জানুয়ারি: আজ ১৮ জানুয়ারি বেলা ১১টায় শিলচর শহরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দুই ঘণ্টার ধরনা দেবে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ বাংলা ভাষাকে আসামে সহকারী সরকারি ভাষা ঘোষণা, ১৯ মে তারিখে উচ্চ মাধ্যমিক-মাধ্যমিক পরীক্ষা না রাখা, বিএসএনএলের কলারটিউনে বাংলার ব্যবহার ইত্যাদি দাবিতে বঙ্গসাহিত্যের কাছাড় জেলা কমিটি ও শিলচর শহর আঞ্চলিক কমিটি যৌথভাবে এই আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে৷ ধরনা শেষে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠানো হবে৷ তাঁরা কথা বলবেন বিএসএনএল জেনারেল ম্যানেজারের সঙ্গেও৷