NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আসামে রেড জোন একটিও নয়, কমলা ৩টি, বরাক সবুজ
Assam: No red zone, 3 orange zones & rest all green zones: Govt of India

Morigaon, Dhubri & Goalpara marked as orange zones

১ মেঃ আসামের কোনও জেলা রেড জোন বা লাল তালিকাভুক্ত নয়। তবে তিন জেলা কমলা চিহ্নিত। বাকিগুলিকে নিরাপদ অঞ্চল বা গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বরাক উপত্যকার তিন জেলাই ওই সবুজ তালিকাভুক্ত। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। তিনিই বৃহস্পতিবার বলেছিলেন, আসামে তিনটি জেলা রেড জোনে রয়ে গিয়েছে। এ বার বঙ্গাইগাঁও-ও যুক্ত হবে। শুক্রবার এর স্পষ্টীকরণ দিয়ে বলেন, তখন পর্যন্ত জোন স্থির হতো রোগীর সংখ্যার নিরিখে। আর তা করত রাজ্য সরকার। রাতে কেন্দ্র ওই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। রোগীর সংখ্যায় যুক্ত হয়েছে টেস্টের সংখ্যা। এ ছাড়া, কতদিনে রোগী দ্বিগুণ হয়েছে, কতদিনে টেস্ট দ্বিগুণ করা সম্ভব হয়েছে ইত্যাদি মোট পাঁচটি বিষয় বিচার করে জোন স্থির করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তবে বৃহস্পতিবারের ওই তালিকা তৈরির আগে বঙ্গাইগাঁওয়ের তথ্য তাদের কাছে পৌঁছেনি। ফলে বঙ্গাইগাঁওকে এখনও নিরাপদ অঞ্চল হিসেবে দেখালেও হিমন্তবাবুর বক্তব্য, চার রোগী ধরা পড়ার প্রেক্ষিতে ওই জেলা কেন্দ্রের হিসাবে কমলা বা অরেঞ্জ জোন হবে। এমনকী রেডজোনও হতে পারে।

বঙ্গাইগাঁওয়ের ঘটনাটিকে তাঁরা বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে ২৬০জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন করা হয়েছে। আরও ৫০০জনকে বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া, তিনটি হয়েছে কন্টেনমেন্ট জোন। তা এত বিশাল এলাকা জুড়েছে যে, পুরো শহরটাই কন্টেনমেন্ট জোন হয়ে গিয়েছে।

 

কেন্দ্রের তালিকা অনুসারে শুধু মরিগাঁও, ধুবড়ি ও গোয়ালপাড়া এখন অরেঞ্জ জোনে। এর মধ্যে মরিগাঁও-ও শুক্রবার রোগীশূন্য হয়েছে। সেখানকার আক্রান্তকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজা জৈন নামে ডিমাপুরের যে আক্রান্ত ব্যক্তি গুযাহাটিতে চিকিতসাধীন ছিলেন, তাকেও এ দিন ছেড়ে দেওয়া হয়েছে বলে হিমন্ত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker