Barak UpdatesHappeningsBreaking News

কর্ণেন্দু ভট্টাচার্যের মৃতদেহ গভীর রাতেই পৌছবে শিলচরে, শোক জেলা কংগ্রেসের

ওয়ে টু বরাক, ২৩ ডিসেম্বর : বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্য। দিল্লির নয়ডার এক বেসরকারি হাসপাতালে সকাল ৯.৪৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন থেকেই তিনি কোমায় ছিলেন।

এ দিকে দিল্লি থেকে বিমানে শুক্রবার রাতেই কর্ণেন্দু ভট্টাচার্যের মৃতদেহ এসে পৌঁছবে গুয়াহাটিতে। সেখান থেকে গভীর রাতে বা কাল সকালে শিলচর এসে পৌঁছবে। এরপর তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর হবে অন্ত্যেষ্টিক্রিয়া। প্রয়াতের স্ত্রী ও দুই মেয়ে শনিবার সকালে এসে শিলচরে পৌছার কথা।

এ দিকে, প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শিলচরের প্রাক্তন সাংসদ ও বিধায়ক তথা বিশিষ্ট কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্যের প্রয়াণে গভীরভাবে মর্মাহত। আসামের আর্থ সামাজিক উন্নয়নে তাঁর অবদান সবসময় মনে থাকবে। তাঁর সঙ্গে কাটানোর মুহূর্তগুলো স্মৃতিতে অমলিন থাকবে।

শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকেও প্রয়াতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি তমাল বণিক এক বিবৃতিতে বলেছেন, শিলচর জেলা কংগ্রেসের অন্যতম অভিভাবক কর্ণেন্দু ভট্টাচার্যের প্রয়াণে আমরা শিলচর জেলা কংগ্রেস পরিবারের সকল সদস্য শোকস্তব্ধ। প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্য দক্ষতার সঙ্গে আসাম বিধানসভার বিধায়কের পদ, রাজ্যসভার সাংসদের পদ যেমন সামলেছেন, তেমনি দীর্ঘদিন সুচারু দক্ষতায় সামলেছেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বও।

তমাল বলেন, ‘আমরা যারা তাঁর পরবর্তী প্রজন্মের মানুষ, আমরা বেড়েই উঠেছি তাঁর নানা গঠনমূলক কর্মকান্ড ছড়ানো আঙ্গিনায় রীতিমত হামাগুড়ি দিয়ে। তাঁর ক্ষুরধার রাজনৈতিক বোধ   যে কোনও সঙ্কট মোচনের নির্ভরযোগ্য ভরসাস্থল। আজীবন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নিষ্ঠাবান কর্মী তথা সংগঠক ও নেতা হিসাবে সদ্যপ্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্য তাঁর উত্তরাধিকারের পতাকা বহন করার যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে অর্পণ করে গেলেন, আমরা নিষ্ঠার সঙ্গে সেই পতাকা সাধারণ মানুষের মনের চিরসবুজ আকাশে সদা উড্ডীন রাখার প্রচেষ্টায় নিরলস ব্রতী থাকব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker