NE UpdatesHappeningsBreaking News
আসামে ৮ লক্ষ কোভিড টেস্টAssam accomplished 8 lakh COVID-19 test on Tuesday
২৮ জুলাই : মঙ্গলবার পর্যন্ত আসামে কোভিড টেস্টের সংখ্যা ৮ লক্ষে গিয়ে পৌছল। গত ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে কোভিড টেস্টিং শুরু হয়েছিল। গত কয়েক মাস থেকে আসামের বিভিন্ন ল্যাবে কোভিড টেস্ট করা হচ্ছে। এ ব্যাপারে নিজের টুইটার হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে আসামে কোভিড টেস্টের যাত্রা শুরু করে বর্তমানে তা ৮ লক্ষে গিয়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, ৩০ মে পর্যন্ত ১১৪ দিনে ১ লক্ষ টেস্ট হয়েছে। তখন পর্যন্ত টেস্টিং ল্যাব হয়েছে মাত্র সাতটি।
My best appreciation for the hard work by Health Dept teams who continue their mission of tracking & tracing those who may be infected by #coronavirus. Today on July 28, our test figures crossed 8 lakh – 802,674 to be precise.
Well done. Request all to come forward to test. pic.twitter.com/pRnYyc1ysA
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 28, 2020
৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত মাত্র ১৩ দিনে রাজ্যে ২ লক্ষ পর্যন্ত টেস্ট হয়েছে। ওই সময়ের মধ্যে ল্যাব হয়েছে ১১টি। ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত ১০ দিনে আরও ১ লক্ষ টেস্ট হয়েছে। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ৭ দিনে টেস্টিং-এর সংখ্যা পৌঁছে ৪ লক্ষে। ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত আরও ১ লক্ষ টেস্ট হয়েছে। ৯ থেকে ১৬ জুলাই আরও ১ লক্ষ, ১৬ জুলাই থেকে ২২ জুলাই আরও ১ লক্ষ এবং ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত আরও ১ লক্ষ যোগ হয়ে মোট ৮ লক্ষে গিয়ে পৌঁছেছে।