Barak UpdatesHappeningsBreaking News
জিরিবামে বাংলায় রাখা স্থানের নাম বদল, প্রতিবাদ আমরা বাঙালির
২৭ ডিসেম্বর: মণিপুরের জিরিবাম জেলার বিভিন্ন স্থানের ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ নামগুলি পরিবর্তন করার যে সরকারি প্রক্রিয়া চলছে , “আমরা বাঙালি” অসম রাজ্য কমিটি এর প্রতিবাদ জানিয়েছে । রাজ্য কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, এ অগণতান্ত্রিক, ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা ।
গত ২৩ ডিসেম্বর জিরিবাম জেলাশাসকের কার্যালয়ে জিরিবামের বিভিন্ন ক্লাব, সংস্থা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে জেলাশাসকের আহ্বানে এক সভা হয় । সেখানে নাম পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় । সাধনবাবু উদাহরণ দিয়ে জানান, জিরিবাম জেলার কালীনগরের কালী মন্দির অত্যন্ত প্রাচীন। সেই স্থানগুলির নাম পরিবর্তন করে বাঙালির অস্তিত্বকে বিপন্ন করা হচ্ছে। তাঁর আশঙ্কা, ২০০১ সালে জাকুরাডহর থেকে যেভাবে বাঙালি উৎখাত করা হয়েছিল, ঠিক সেই ভাবে বাঙালি উৎখাতের একটা প্রক্রিয়া চলছে। তিনি জানান, জিরিবাম অর্থাৎ জিরিভেলি ১৮৩৩ সালে ইয়ানডাবু চুক্তি মতে মণিপুরের অন্তর্ভুক্ত ছিল । তার পূর্বে কাছাড়ি রাজার রাজত্বে ছিল। সেই সঙ্গে ওই অঞ্চলে বাঙালিদেরও বসবাস ছিল । স্থানের নামগুলি সেই প্রমাণ বহন করছে। আমরা বাঙালি অবিলম্বে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানায় ।
এছাড়াও শুধুমাত্র বাঙালিদের টার্গেট করে জিরিবাম জেলায় আধার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ করেন সাধনবাবু ।