Barak UpdatesHappeningsCultureBreaking News

বরাক-সুরমা নাট্যোৎসব থেকে অরূপ চৌধুরীর নাম প্রত্যাহার
Arup Choudhury’s name withdrawn from Barak-Surma Drama Fest

১৪ মার্চ: বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জন্মশতবর্ষ উপলক্ষে অরূপ চৌধুরী (মান্না) স্মৃতি বরাক সুরমা নাট্যোৎসব ২০২০-তে কিছুটা পরিবর্তন আনা হয়৷ বাংলাদেশের শিল্পীদের এই সময়ে পাওয়া সম্ভব নয় বলে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত শুধু পশ্চিমবঙ্গ এবং আসামের (গুয়াহাটি ও শিলচরের) দলগুলোর নাটক পরিবেশিত হবে৷ বাংলাদেশের নাট্যদলগুলিকে পরবর্তী সময়ে আমন্ত্রণ জানানো হবে৷

Rananuj

এ নিয়েও অবশ্য বিরোধ-আশঙ্কার জায়গা কম নয়৷ প্রয়াত অরূপ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এই সময়ে কোনও ধরনের অনুষ্ঠানে আপত্তি করা হয়েছে৷ তাঁদের পক্ষে স্বর্ণালী চৌধুরী বলেন, করোনা ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অতিমারী ঘোষণার পর সমস্ত সভা, সমিতি, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেনে চলা উচিত৷ কিন্তু আয়োজক ‘নাট্য সমন্বয় শিলচর’ অনুষ্ঠানে অনড় থাকায় তিনি এই নাট্যোৎসব থেকে তাঁর স্বামী অরূপ চৌধুরী (মান্না)-র নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ তাঁর প্রতিষ্ঠান ইলোরা হোটেলও এর সঙ্গে আর কোনওভাবে জড়াচ্ছে না বলে জানিয়ে দেন তিনি৷

এ দিকে, নাট্য সমন্বয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও করোনা ভাইরাস নিয়ে কম উদ্বিগ্ন নন৷ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন তাঁরাও৷ কিন্তু ‘নাট্য সমন্বয়  শিলচর’ যেহেতু কয়েকটি সংগঠনের সমন্বয়ে তৈরি৷ তাই কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে সবাইকে নিয়ে সভায় বসতে হয়৷ এই কাজটাই তাঁরা রবিবার সকালে করছেন৷ সবাইকে সভার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ সভাতেই নাট্যোৎসবের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker