CultureBreaking News
বিপিন পাল সভাস্থলে চিত্রমেলার উদ্বোধন, চলবে ২৭ পর্যন্তArt Fair inaugurated at Bipin Pal ground, will continue till 27 January
বুধবার শিলচর সার্কিট হাউস রোডের বিপিনপাল সভাস্থলে প্রদীপ জ্বালিয়ে ৫ দিনের এই মেলার উদ্বোধন করেন সমাজকর্মী সুরমিতা পোদ্দার। উপস্থিত ছিলেন সোসাইটির শ্যামলকুমার সাহা, স্বপন সিনহা, গৌতম ঘোষ, বিশ্বজিৎ দত্ত, মহেন্দ্র চন্দ্র দাস, অরুণকুমার পাল প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন সংস্থার সাধারণ সম্পাদক গৌতম ঘোষ । প্রাক্তন সভাপতি স্বপনকুমার সিনহা ফের সোসাইটির তরফে বরাকে আর্ট গ্যালারি ও মিউজিয়ামের দাবি তোলেন। তাঁর কথায়, উপত্যকার চিত্রপ্রেমী ও শিল্পীদের দীর্ঘদিনের এই চাহিদার প্রতি সরকারের গুরুত্ব দেওয়া প্রয়োজন। সুরমিতা পোদ্দার, মহেন্দ্রচন্দ্র দাস সহ বাকিরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন ধরনের অঙ্কনশৈলী ও চারুকলার নমুনা নিয়ে কুড়িটিরও বেশি স্টল পসরা সাজিয়েছে। এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমদিন ছোটদের অঙ্কন প্রতিযোগিতায় সাড়া পড়ে খুব।