NE UpdatesHappeningsSportsBreaking News
Arrow pierces in neck while practicing archery
তিরন্দাজি অনুশীলনের সময় তির বিঁধল ঘাড়ে

১০ জানুয়ারি: তিরন্দাজি অনুশীলনের সময় তির গিয়ে বিঁধল অসমের কিশোরী শিবাঙ্গিনী গোঁহাইয়ের ঘাড়ে। অসম তিরন্দাজি সংগঠনের সচিব নবজ্যোতি বসুমাতারি জানান, বুধবার ডিব্রুগড়ের চাবুয়ায় সাই প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করছিল শিবাঙ্গিনী। তখন অন্য এক অনুশীলনকারীর ছোঁড়া তির তার ঘাড়ে বিঁধে যায়৷ ঘটনার সময়ে সেখানে কোনও পরিদর্শক ছিলেন না। ভারপ্রাপ্ত কর্তা এ সি মার্সিও খেলো ইন্ডিয়া উপলক্ষে গুয়াহাটিতে রয়েছেন।
তিরটি ১২ বছরের শিবাঙ্গিনীর ঘাড় ভেদ করে ঢুকেছে। স্পাইনাল কর্ড ছুঁয়ে থাকা তিরটি বের করতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয় চিকিৎসকেরা। তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেওধাই গ্রামের বিরিঞ্চি গোঁহাইয়ের কন্যা শিবাঙ্গিনী ৯ বছর বয়স থেকে তিরন্দাজি করছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শিবাঙ্গিনীর চিকিৎসায় সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন৷