Barak UpdatesBreaking News

ধৃত রোহিঙ্গা ‘ঘরজামাই’কে জেরা করছে পুলিশ-সেনা
Arrested Rohingiya interrogated by police & army

২১ জুলাইঃ অবৈধ অনুপ্রবেশের অপরাধে ধৃত রোহিঙ্গা যুবক আলম হোসেন মজুমদারকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কখনও পুলিশের কর্তাব্যক্তিরা প্রশ্ন করছেন, কখনও জেরা করতে থানায় আসছেন আসাম রাইফেলসের অফিসার। সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। এমনকী, সে আইএসআই-র স্লিপার সেলের সদস্য কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Rananuj

শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী জানান, আলম একেক সময় একেক কথা বলায় তাকে নিয়ে কোনও কংক্রিট সিদ্ধান্তে পৌছনো যায়নি। তাই তদন্ত ও জিজ্ঞাসাবাদ একই সঙ্গে চলছে। তবে আলম ধরা পড়ার পরই স্বীকার করে নিয়েছে, তার বাড়ি মায়ানমারের রাখাইন প্রদেশে। সে দেশে নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়। ৯ বছর আগে একদিন করিমগঞ্জ সীমান্ত পেরিয়ে অসমে ঢুকে পড়ে।

শিলচরে এসে ভাগাডহরে ঘরভাড়া নেয়। পরে বাড়িমালিকের মেয়েকে বিয়ে করে সেখানেই ঘরজামাই হিসেবে রয়েছে। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় সব নথিই সে এর মধ্যে সংগ্রহ করে নিয়েছে। সবকটিই জাল। এমনকী, কাগজেপত্রে লেখা বাবার নামটিও আসল নয়। নকল বাবার লিগ্যাসি ব্যবহার করে জমা দিয়েছিল এনআরসি-র আবেদন। খসড়ায় তার নামও রয়েছে বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে, যাবতীয় নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker