Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে অরিত্র জিএস, বিশ্বরূপ প্রেসিডেন্টBiswarup as President & Aritra as GS shines out at Students’ Union election of Assam University
১৮ নভেম্বর: আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য৷ নতুন সাধারণ সম্পাদক অরিত্র ধর৷ সহসভাপতি নির্বাচিত হয়েছেন জয়দীপ নন্দী। সুমন দাস ও তানা বর্মন নবনির্বাচিত দুই সহসম্পাদক। সাংস্কৃতিক সম্পাদিকা সুস্মিতা হোসি নংমেইকাপাম। ছাত্রছাত্রীরা ভোটের মাধ্যমে জি আলবার্ট রংমাইয়ের হাতে তুলে দিয়েছেন ক্রীড়া সম্পাদকের দায়িত্ব৷ ম্যাগাজিন সম্পাদক হয়েছেন আশিসকুমার বসুমাতারি৷
এ বার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পর্ব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়৷ তিন-চারদিন ধরে ভোটের সাজে সেজে ওঠে গোটা চত্বর৷ সোমবার সুশৃঙ্খলভাবে ছাত্র-গবেষকরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন৷ বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখে৷ ভোটদান শেষ হতেই গণনা শুরু হয়ে যায়৷
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্ধিতা করলেও লড়াই হয় বিশ্বরূপ ও সুরজকুমার দাসের মধ্যে৷ বিশ্বরূপ পান ১৫২০ ভোট এবং সুরজের ঝুলিতে যায় ১২৫০ ভোট৷ তৃতীয় প্রার্থী রত্নদীপ পাল পান ৪৮ ভোট৷ ৩০ জন ভোট দিতে গিয়ে পছন্দের কাউকে না পেয়ে নোটায় মতপ্রকাশ করেন৷
সহসভাপতি পদে সরাসরি লড়াই হয় জয়দীপ নন্দী ও কুমুদ বরার মধ্যে৷ জমজমাট প্রতিদ্বন্ধিতায় জয়দীপ পান ১৪৩৪ ভোট এবং কুমুদ পান ১৩১৩ ভোট৷ ৮৪ জন নোটাকেই বেছে নেন৷
অন্য বছরের মত এ বারও সবচেয়ে আকর্ষণীয় ছিল সাধারণ সম্পাদক পদের লড়াই৷ বিভিন্ন সমীকরণ এখানে কাজে লাগানো হয়৷ তবে শেষপর্যন্ত জয়ের হাসি হাসেন হালকা-পাতলা গড়নের অরিত্র৷ তিনি ১৪৫৭ জনের সমর্থন আদায়ে সক্ষম হন৷ কম যাননি তার প্রতিদ্বন্ধী মুক্তার হোসেন লস্কর৷ তিনি পান ১৩৬১ ভোট৷
সহকারী সম্পাদক পদে সুমন দাসকে বিজয়ী বলে ঘোষণা করা হয়৷ তার প্রাপ্ত ভোট ১১৫২৷ ১০৮৮ ভোট পেয়ে মুমিনুল হক বড়ভুইয়া লড়াই থেকে ছিটকে যান৷ আরেক প্রার্থী প্রমোদ দাসের ঝুলিতে যায় ৩৬৬টি ভোট৷ এখানে নোটায় পায় প্রচুর ভোট ২৮০টি৷ সহকারী সম্পাদকের মহিলা আসনে পৃথা রায়কে ছিটকে দিয়ে জয়ের হাসি হাসেন তানা বর্মণ৷ দুইজনের ব্যবধান ২৪৫ ভোটের৷ তানা ১৪৯৫ এবং পৃথা ১২৫০ ভোট পান৷
November 18: After the day long wait, finally the results of Assam University Students’ Union was declared on Monday late evening. The two most coveted post of President and General Sceretary went to Biswarup Bhattacharjee and Aritra Dhar. The post of Vice President went to Joydip Nandi. Suman Das and Tana Barman were elected as Assistant General Secretaries. G. Albert Rongmei won the post of Sports Secretary and Asish Kumar Basumatary became the Magazine Secretary.
This year the election to the Students’ Union of Assam University, Silchar went on peacefully. The entire campus since the last 3 to 4 days was dressed in election attire. On Monday, the students and the research scholars voted in a disciplined manner. The Election Cell of Assam University kept an eagle’s eye on the polling process. Counting started just after the end of the voting.
Though for the post of President it was a triangular fight but in reality, the contest was between Biswarup Bhattacharjee and Suraj Kumar Das. Biswarup got 1520 votes, whereas Suraj got 1250 votes. The third position was secured by Ratnadip Paul who got only 48 votes. Interestingly, 30 voters voted for NOTA.
For the post of Vice President, it was a direct contest between Joydeep Nandi and Kumud Bora. In the close fight, Joydeep got 1434 votes, whereas Kumud got 1313 votes. 84 votes for this post were polled in favour of NOTA.
Like every other year, this year too, the most attractive contest was for the post of General Secretary. Various speculations, permutations and combinations were made by many. However, though lean and thin, but it was Aritra Dhar who had the final smile. He secured 1457 votes in his favour whereas his opponent, Mukhtar Hussain Laskar got 1361 votes. Aritra became General Secretary of Assam University Students’ Union by a margin of 96 votes.
Suman Das was declared winner in the post of Assistant Secretary. He got 1152 votes. Mumunul Haque Barbhuiya went out of the race. He got 1088 votes. Another candidate Promod Das got 366 votes. For this post NOTA got a huge number of 280 votes. For the post of Assistant Secretary (Female) pritha Roy was defeated by Tana Barman by a margin of 245 votes. Tana got 1495 votes and Pritha secured 1250 votes.