India & World UpdatesSports
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক সিন্ধুর
PV Sindhu wins gold medal in world championship

২৫ আগস্টঃ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন পিভি সিন্ধু।
রবিবার জাপানের ওকুহারাকে হারিয়ে ইতিহাস গড়লেন তিনি। গোপীচন্দের এই ছাত্রী বিশ্ব ক্রমতালিকায় পাঁচ নম্বরে ছিলেন। এক ধাপ এগিয়ে ছিলেন ওকুহারা। কিন্তু ফাইনালের ফল ২১-৭, ২১-৭। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। মাত্র ৩৮ মিনিটে শেষ হয়ে গেল ফাইনাল ম্যাচ।