Barak UpdatesHappeningsBreaking News

উদ্বিগ্ন কলেজশিক্ষকরা চিঠি লিখলেন উপাচার্যকে, অনলাইনে পরীক্ষার পরামর্শ
Anxious college teachers’ writes letter to VC of Assam Univ, suggests online exam

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল: বরাক উপত্যকার তিন জেলাতেই করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। এই সময়ে অফলাইনে পরীক্ষাগ্রহণ নিয়ে ছাত্র-অভিভাবকদের সঙ্গে সমান উদ্বেগে কলেজশিক্ষকরা৷  তাঁরা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়ে এ নিয়ে গুরুত্ব সহ ভাবতে আর্জি জানান৷ বাকি পরীক্ষাগুলি অনলাইনে নেওয়ারই পরামর্শ দেন শিক্ষক-প্রতিনিধিরা৷

আসাম কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জোনের কেন্দ্রীয় কার্যবাহী সদস্য চন্দন পালচৌধুরী, করিমগঞ্জ-হাইলাকান্দি জোনের কেন্দ্রীয় কার্যবাহী সদস্য রজতশুভ্র পাল, বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সুদর্শন গুপ্ত এবং কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. অপ্রতিম নাগ উপাচার্যকে চিঠিতে জানান, কাছাড় কলেজের এক অ্যাসিস্ট্যান্ট অফিসার-ইন-চার্জের আক্রান্ত হওয়ার পর রবিবার জিসি কলেজে টিডিসির প্রথম সেমিস্টারের এক পরীক্ষার্থীর দেহে কোভিড  সংক্রমণ ধরা পড়ে।

আজ মঙ্গলবার আক্রান্ত হয় এনসি পাল কলেজের তৃতীয় সেমিস্টারের এবং করিমগঞ্জ কলেজের পঞ্চম সেমিস্টারের  পরীক্ষার্থী। জিসি কলেজের পরীক্ষার্থীকে চিকিৎসক ২৪ দিনের জন্য আইসলেশনে থাকতে পরামর্শ দিয়েছেন। তিন ছাত্র-ছাত্রীর সবাই উপসর্গযুক্ত। ফলে তাদের কাছ থেকে আরও অনেকের যেমন সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তেমনি পরবর্তী পরীক্ষায় না বসতে পারলে তাদের ভবিষ্যতও অনিশ্চয়তায় ঝুলবে। এর চেয়ে বড় কথা, তারা তিনজন যেভাবে আচমকা সংক্রমিত হয়ে পড়েছেন, তেমনি আগামী দিনগুলিতে আরও বহু ছাত্র-শিক্ষক আক্রান্ত হতে পারেন।

তাঁরা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব উপাচার্যের ওপর ছেড়ে দিলেও চিঠিতে এ কথা উল্লেখ করেন যে, কোভিড পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা গ্রহণের পদ্ধতি বদল হতে পারে বলে ৬ এপ্রিল স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কথা হয়েছিল৷ তাঁদের আর্জি, ছাত্র-শিক্ষকদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে উপাচার্য যেন দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker