Barak UpdatesBreaking News
ফের কাশ্মীর সীমান্তে শহিদ এক সেনা জওয়ানAnother Jawan martyred in Kashmir
২৪ মার্চঃ রবিবার ভোর রাতে কাশ্মীর সীমান্তে এক ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। নিহত জওয়ানকে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম হরি ওয়াকার। রাজস্থানের বাসিন্দা হরি পদ্মরামের সন্তান। গত এক সপ্তাহ ধরে কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি সংলগ্ন নিয়ন্ত্রণরেখায় পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করার প্রচেষ্টা করেছে একাধিকবার।
সূত্রের খবর, রবিবার মধ্যরাতে পাকবাহিনীর মর্টার হামলায় গুরুতর আহত হন হরি। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত সোমবার থেকে এ পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে গুলাগুলি চলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এর আগে সুন্দরবনিতে যশপাল এবং করমজিৎ সিং নামের দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে। পুলওয়ামা হামলার পালটা জবাব হিসেবে ভারতের এয়ার স্ট্রাইকের পর থেকে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে এনকাউন্টার লেগেই রয়েছে বিগত এক মাসেরও বেশি সময় ধরে।
বৃহস্পতিবার বারামুলা ও বান্দিপোরায় দুটি সংঘর্ষ হয়। বান্দিপোরায় গুলির লড়াই চলাকালীন দুই সাধারণ নাগরিককে পণবন্দি করে জঙ্গিরা। পরে একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রেজানানো হয়েছে, জঙ্গিদের কবল থেকে আরও এক সাধারণ নাগরিককে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, বারামুলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এ খবর পাওয়ার পরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।