NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় আক্রান্ত আরও ৩১Another 31 infected in Tripura
১১ জুন : ত্রিপুরায় নতুন করে ৩১ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইটারে এ খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, যে ৩১ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে, তাদের মধ্যে ১৭ জন পশ্চিম ত্রিপুরা জেলার, ৮ জন সিপাহীজলার, ৩ জন গোমতীর, ২ জন ঊনকোটির ও ১ জন ধলাই জেলার।
মুখ্যমন্ত্রী জানান, এদের সবার ট্র্যাভেল হিস্টরি রয়েছে। এ দিন মোট ১৩৭৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল। রাজ্যে বর্তমানে ৬৬০ জনের দেহে সংক্রমণ সক্রিয় রয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত রাজ্যের ২৩৮ জন বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।