India & World UpdatesAnalyticsBreaking News
নতুন পেনশন স্কিম ঘোষণা কেন্দ্রের, কার্যকর আগামী বছরের ১ এপ্রিল
নতুনদিল্লি, ২৪ আগস্ট : নতুন পেনশন প্রকল্প ঘোষণা করল কেন্দ্র সরকার। এটি কার্যকর হবে আগামী বছরের ১ এপ্রিল থেকে। তবে বর্তমান পেনশন প্রকল্পটি বাতিল করেনি কেন্দ্র। এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমকে বহাল রেখেই নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। নতুন পেনশন স্কিমকে বলা হচ্ছে ইউপিএস অর্থাৎ ইউনিফায়েড পেনশন স্কিম। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো নতুন পেনশন প্রকল্পের কথা ঘোষণা করে জানিয়েছেন, এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ২৩ লক্ষ কর্মী লাভবান হবেন। অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দুটি পেনশনের সুযোগ দেওয়া হবে। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে রয়েছেন, তারাও ইউপিএস -এর সুযোগ নিতে পারবেন।
এতে বলা হয়েছে, শেষ ১২ মাসের গড় মাসিক বেসিক বেতনের ৫০% পেনশনের গ্যারান্টি থাকবে।যদি কোনও কর্মচারী কমপক্ষে ২৫ বছর পর্যন্ত কাজ করেন, তাহলে অবসরের আগে শেষ ১২ মাসের গড় মাসিক বেসিক বেতনের কমপক্ষে ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে। তবে যদি কোনও পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের ৬০ শতাংশ তার পরিবারের কাছে যাবে। যদি ১০ বছর পর চাকরি ছেড়ে দেন, তাহলে ১০ হাজার টাকা পেনশন পাবেন।