Barak UpdatesHappeningsBreaking News

সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মণ প্রয়াত
Journalist Biswajit Roy Barman passes away

২৫ অক্টোবর: বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মণ আর নেই৷ শুক্রবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ দিনদশেক আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন৷ শহরের ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিছুদিন৷ সুস্থ হয়ে বাড়ি ফেরার দুদিন পরেই নানা উপসর্গ দেখা দেয়৷ ফের ভ্যালিতে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল শিলঙের নেগ্রিমসে৷ সম্ভব হয়নি৷ মাঝপথ থেকে এনে ঢোকানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে৷ সেখানেই তাঁর জীবনদীপ নির্বাপিত হয়৷ অতিরিক্ত মানসিক চাপেই মস্তিষ্কের কাজকর্ম বন্ধ হয়ে পড়েছিল৷

বিশ্বজিৎবাবু যুগশঙ্খ পত্রিকার গুয়াহাটি সংস্করণের বার্তা সম্পাদক ছিলেন৷ বেশ কিছুদিন গুয়াহাটি অফিসে থেকে নেতৃত্ব দেন৷ বছর তিনেক আগে চলে আসেন শিলচরে৷ তবে এখানেও গুয়াহাটির বার্তা সম্পাদক হিসেবেই কাজ করছিলেন৷

বিশ্বজিৎবাবু দীর্ঘদিন আকাশবাণী শিলচর কেন্দ্রেও অস্থায়ী ঘোষক ছিলেন৷ মূলত যুববাণী অনুষ্ঠান সঞ্চালনা করতেন৷ জড়িত ছিলেন শহরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে৷ আর্য সংস্কৃতি বোধনী সমিতির সদস্য হিসেবে নানা অনুষ্ঠানে সক্রিয় থাকতেন৷

শিলচর উকিল বাজারের স্থায়ী বাসিন্দা বিশ্বজিৎ রায়বর্মণ কবি-সাংবাদিক অতীন দাশের জামাতা৷ রেখে গিয়েছেন স্ত্রী অনন্যা, এক পুত্র, এক কন্যা সহ আত্মীয়-পরিজনদের৷

তাঁর মৃতদেহ মেডিক্যাল থেকে রংপুর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বেলা একটা থেকে দেড়টা যুগশঙ্খে রাখা হবে সহকর্মীদের শেষ-দেখার জন্য। পরে শিলচর প্রেস ক্লাব হয়ে নিয়ে যাওয়া হবে তারাপুরের বাড়িতে। সেখান থেকে শিলচর শ্মশানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker