NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় নতুন করে ১১ পজিটিভ, সাংবাদিকদের রিপোর্ট নিগেটিভAnother 11 tests positive in Tripura
১৬ মে : ত্রিপুরায় নতুন করে আরও ১১ জনের দেহে কোভিড-১৯-এর সংক্রমণ পাওয়া গেছে। শনিবার সকালে টুইট করে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, মোট ৬২৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ১১ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এই ১১ জনের মধ্যে ৭ জন ৮৬ বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ান। বাকি ৪ জনের চোরাইবাড়ি গেটে পজিটিভ ধরা পড়ে। এই ৪ জনের মধ্যে অন্য রাজ্যের ২ গাড়িচালক এবং ২ জন গুয়াহাটি থেকে ফিরেছেন।
625 samples have been tested for #COVID19 and among them 11 persons found #COVID19 POSITIVE.7 people from 86-Bn BSF & 4 civilian from Churaibari Gate ( 2 driver from other state, 2 people returned from Guwahati ).
All the POSITIVE patients are under proper medical care.
— Biplab Kumar Deb (@BjpBiplab) May 16, 2020
মুখ্যমন্ত্রী বলেন, সব আক্রান্তকে যথাযথ চিকিতসার আওতায় নেওয়া হয়েছে। অন্য এক টুইটে তিনি লিখেছেন, রাজ্যের যেসব সাংবাদিকদের পরীক্ষা করা হয়েছে, তাঁদের সবার রিপোর্ট নিগেটিভ এসেছে। তবে তিনি সাংবাদিকদের কাজের সময় সরকারের নির্ধারণ করা গাইডলাইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে মেনে চলার কথাও বলেছেন।