Barak UpdatesHappeningsBreaking News

হলিক্রশের অনিশা অষ্টম, কলেজিয়েটের পারসা দশম
Anisha of Holy Cross bags 8th & Paarsaa from Collegiate gets 10th rank

৬ জুন: মাধ্যমিকের মেধা তালিকায় বরাক উপত্যকার দুই ছাত্র৷ শিলচর হলিক্রশ স্কুলের  অনিশা রায় অষ্টম স্থান অধিকার করেছে৷ কলেজিয়েট স্কুলের পারসা তানিম বড়ভুইয়া দশম৷ দুজনই সবকটি বিষয়ে লেটার পেয়েছে৷ দুজনের প্রাপ্ত নম্বর ৫৮৬ ও ৫৮৪৷

অনিশার বাবা রাজেশকুমার রায় বল্লভভাই প্যাটেল স্কুলের প্রধানশিক্ষক৷ মা মনিকা রায় হলিক্রশেরই শিক্ষিকা৷ এরা পাবলিক স্কুল রোডের বাসিন্দা৷ আইনজীবী অশোককুমার রায় তাঁর জেঠু৷ তিনি বলেন, অনিশা বড় মনোযোগী মেয়ে৷ পরিশ্রমের সুফল পেয়েছে৷ একই কথা শোনালেন রাজেশবাবুও৷ বললেন, ছোটবেলা থেকেই সে সিরিয়াস৷ নিজের পড়া নিজেই তৈরি করে৷ অঙ্ক খুব ভালবাসে৷ সারাদিন অঙ্ক করতেও তার আপত্তি নেই৷ মেয়ে যে মেধা তালিকায় ঢুকবে, নিশ্চিত ছিলেন বাড়ির সবাই৷ কাকী পুনম রায় সকালে উঠেই তার জন্য কেক বানান৷ ফলপ্রকাশের পর সারপ্রাইজ দেন সবাইকে৷ মেধা তালিকায় নাম থাকা নিয়ে কিছুটা সংশয়ে ছিল অনিশা৷ কারণ মনোযোগ দিয়ে পড়লেও ক্লাশে সে স্থান অধিকার করতে পারত না৷

এ বার মাধ্যমিকে শুধু নিজের স্কুলেই নয়, বরাক উপত্যকার মধ্যে সেরা ফল অনিশার৷ কী করে সেটা সম্ভব হল? অনিশা জানায়, শেষ ৩ মাস প্রচুর খেটেছে সে৷ দৈনিক ১০ ঘণ্টা পড়েছে৷ যখনতখন বই নিয়ে বসে পড়ত৷

এখন সে শিলচরেই বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পড়বে৷ মূল লক্ষ্য, ডাক্তার হওয়া৷ তার কথায়, তাদের বিশাল পরিবারে একজনও ডাক্তার নেই৷ তাই ছোট থাকতেই তার এই স্টেথোস্কোপের প্রতি ভালবাসা৷ একে শপথে পরিণত করেছে এবারের করোনা পরিস্থিতি দেখে৷ ভাইরাস মাত্রাহীন ছড়াতে দেখে একসময় তার মনে হচ্ছিল, ডাক্তারে কুলোবে তো! তখনই স্থির করে, দ্বাদশ পাশ করে ডাক্তারিতে ভর্তি হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker