NE UpdatesHappeningsBreaking News
বাঙালি নেতা সুকুমার বিশ্বাস প্রয়াত
ওয়েটুবরাক, ২৫ অক্টোবরঃ আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের মুখ্য উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি সুকুমার বিশ্বাস আর নেই। ক্যানসার কেড়ে নিয়েছে তাঁর প্রাণ৷
তিনি আসাম সরকারের বাংলাভাষী উন্নয়ন পরিষদেরও প্রাক্তন চেয়ারম্যান। বিজেপিতে যোগ দিয়ে সুুকুমারবাবু একবার প্রদেশ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জনস্বাস্থ্য কারিগরি ও পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বাঙালিদের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে৷ জয়ন্ত বলেন, বিজেপির ক্ষতি হয়ে গেল।
সুকুমারবাবুর মৃত্যুতে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের মধ্যে শোকের ছায়া পরিলক্ষিত হচ্ছে।
সুকুমার বিশ্বাস মূলত ছিলেন বরপেটার এক কৃষকসন্তান। পড়াশোনার জন্য গুয়াহাটিতে এসেছিলেন। ১৯৯০ সালে ভর্তি হয়েছিলেন ভর্তি হয়েছিলেন আর্য বিদ্যাপীঠে। পরে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি বাঙালি সংগঠনে জড়িয়ে পড়েন। সহদেব দাসের সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকা চষে বেড়ান। পরে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। প্রথমে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ওই দলের প্রদেশ মুখপাত্রের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দলত্যাগ করে বিজেপিতে নাম লেখান। মনোনীত হয়েছিলেন প্রদেশ সম্পাদক পদে।
মাঝে বেশ কিছুদিন বাঙালি যৌথ সমন্বয় সমিতিতেও নেতৃত্ব দেন।