Barak UpdatesBreaking News
করিমগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার অমিতাভ চৌধুরী প্রয়াতAmitabha Choudhury, eminent educationist & dramatist of Karimganj expired
২৯ অক্টোবর : বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে প্রয়াত হলেন করিমগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার, ক্রীড়াবিদ অমিতাভ চৌধুরী। এ দিন সকাল ১০টায় তিনি করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত আড়াই বছর ধরে তিনি স্ত্রী দীপ্তি চৌধুরীকে নিয়ে সেবা পরিচালিত করিমগঞ্জের বৃদ্ধাবাস বেলাভূমিতে ছিলেন।
নিঃসন্তান অমিতাভ চৌধুরী গত কিছুদিন থেকে কিডনিজনিত রোগে ভুগছিলেন। পুজোর ক’দিন আগেও তাঁকে ৪ ইউনিট রক্ত দেওয়া হয়েছিল। সোমবার সকালে হঠাত করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে যান পরপারে।
প্রয়াত অমিতাভ চৌধুরীর মূল বাড়ি কলকাতায় হলেও তিনি চাকরিসূত্রে করিমগঞ্জেই বসবাস শুরু করেন। পরে এখানেই থেকে যান। তিনি করিমগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষক ছিলেন। সারা জীবন ধরে প্রচুর ছাত্র পড়িয়েছেন। নাটক ও খেলাধুলোর প্রতিও তাঁর বিশেষ ঝোঁক ছিল। নিজে আবৃত্তি করতেন, ছাত্রদের শেখাতেনও।
এ দিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ছাত্র ও গুণ্মুগ্ধরা তাঁকে শেষ দেখা দেখতে ছুটে যান। তাঁর মরদেহ প্রথমে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাবাস বেলাভূমিতে। সেখান থেকে পাবলিক স্কুল হয়ে করিমগঞ্জে বসতবাড়িতে। এই বাড়িটিও তিনি শেষজীবনে বিক্রি করে দিয়েছিলেন। অমিতাভ চৌধুরী তাঁর দেহ জীবদ্দশাতেই শিলচর মেডিক্যাল কলেজকে দান করে গিয়েছিলেন। সেজন্য এ দিন দুপুরে তাঁকে শেষবিদায় জানানোর পর দেহ শিলচর মেডিক্যাল কলেজের পথে রওনা দেয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ব্যক্ত করা হয়েছে।