NE UpdatesIndia & World UpdatesBreaking News
আসামের বানভাসিদের সাহায্যে ₹ ৫১ লক্ষ দিলেন বচ্চন
Amitabh Bachhan donates ₹ 51 lakh for flood victims of Assam

২৩ জুলাই : বন্যাদুর্গত আসামের জনগণকে সাহায্যের জন্য এ বার এগিয়ে এসেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। বলিউডের এই মেগাস্টার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের জনগণের দুর্যোগের সময় মানবিকতা প্রদর্শন করে প্রখ্যাত এই অভিনেতা সাহায্যের জন্য এগিয়ে আসায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের জনগণের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার আসামের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ও কাজিরঙ্গা জাতীয় উদ্যানের উদ্ধার কাজের জন্য আরও এক কোটি টাকা দিয়েছেন।