Barak UpdatesHappeningsBreaking News

বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে সোম ও মঙ্গলবার কানের পরীক্ষা, ব্যাটারি প্রদান

ওয়েটুবরাক, ৩ মার্চ: বিশ্ব শ্রবণ দিবস পালন করল কাছাড় জেলা এন এইচ এম অধীন বধিরতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি (এনপিপিসিডি)। রবিবার জেলার স্বাস্থ্যকেন্দ্রে এ নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়।  অতিরিক্ত জেলাশাসক ড. খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় দিবসটির তাৎপর্য, কানের যত্ন এবং সর্বোপরি জেলায় শব্দদূষনের বাড়াবাড়ি বিষয়ে আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন বিভাগীয় আধিকারিক ডাঃ জুরি শর্মা। তাছাড়া, দিবসটি উপলক্ষে শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল অসমারিক হাসপাতালে আগামী সোম ও মঙ্গলবার দুদিনব্যাপী বিনামূল্যে কানের পরীক্ষা ও চিকিৎসা প্রদানের করার কথা বলেন তিনি। তাছাড়া রোটারি শিলচর গ্রেটারের সহযোগিতায় জেলার যেসব শিশু বা ব্যক্তি কানে না শোনার কারণে মেশিন ব্যবহার করেন তাদের মেশিনের ব্যাটারি বিনামূল্যে প্রদানের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান ডাঃ জুরি শর্মা। মানুষের হিতার্থে রোটারি গ্রেটার শিলচর এর জোগান দেবে বলে জানান তিনি। রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে) – র অধীনে প্রায় ৬০০ শিশুকে বহু মুল্যের শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে। এগুলোর ব্যাটারি অনেক বাবা-মা কিনতে অসহায় হয়ে পড়েন। এজন্য, তাঁদেরকে ব্যাটারি প্রদানে রোটারি শিলচর গ্রেটার এগিয়ে এসেছে৷ সেজন্য সাধুবাদ জানান এডিসি খালেদা আহমেদ সুলতানা, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, এন এইচ এমের ডিপিএম রাহুল ঘোষ, জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর প্রমুখ। অনুষ্ঠানে রোটারি গ্রেটারের পক্ষে সভাপতি মেলচান্দ বৈদ, বুধমল জৈন, ডাঃ রজত দেব, জয়জিৎ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker