NE UpdatesHappeningsBreaking News
চেন্নাই থেকে ত্রিপুরায় আসা অ্যাম্বুলেন্স চালকের করোনা পজিটিভ, নয়া আতঙ্কAmbulance driver who came from Chennai to Tripura tests positive
২৯ এপ্রিল : চেন্নাই থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স চালকের করোনা পজিটিভ ধরা পড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে ত্রিপুরায়। গত ২৭ এপ্রিল চেন্নাই থেকে রোগী নিয়ে গোমতী জেলার উদয়পুরে এসেছিল ওই চালক। ত্রিপুরার শিক্ষা ও আইন মন্ত্রী রতনলাল নাথ বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, ওই সংক্রমিত অ্যাম্বুলেন্স চালক বর্তমানে ত্রিপুরায় নেই। তিনি ২৮ এপ্রিলই গাড়ি নিয়ে রওনা দিয়েছেন। এখন তিনি শিলিগুড়িতে রয়েছেন। তিনি জানান, এই গাড়িচালকের করোনা সংক্রমণের খবর অবশ্য পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়েছে।
ওই গাড়িচালক অন্য গাড়িচালক সহ মোট ৫ জন যাত্রী নিয়ে চেন্নাই থেকে ত্রিপুরা এসেছিলেন। যাত্রীদের উদয়পুরে নামিয়ে গাড়ি নিয়ে তিনি ফিরে গেছেন। ত্রিপুরার মন্ত্রী জানান, ওই চালক উদয়পুরে এক রাতের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। ওই সময় স্বাস্থ্যকর্মীরা তাঁর স্যাম্পল সংগ্রহ করেছেন। বুধবার রিপোর্ট আসার পর দেখা গেছে, তাঁর করোনা পজিটিভ। অন্য গাড়িচালক সহ যাত্রীদেরও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। কিন্তু একজন চালক ছাড়া বাকি সবার নিগেটিভ এসেছে।
ত্রিপুরার আইনমন্ত্রী বলেন, এই ঘটনার পর বাইরে থেকে আসা ব্যক্তিদের ব্যাপারে সরকার আরও কড়া ব্যবস্থা নেবে। তবে তিনি রাজ্যের মানুষকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ জানান। এই অ্যাম্বুলেন্সে করে যারা চেন্নাই থেকে ত্রিপুরা এসেছেন, তাঁদের সবাইকে বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।