Barak UpdatesHappeningsBreaking News
বাবা সাহেবের পূর্ণাবয়ব মূর্তি বসল শিলচর অফিস পাড়ায়Ambekar’s statue unveiled at Silchar
৬ ডিসেম্বর : বাবা সাহেবের আবক্ষ মূর্তি সরিয়ে বসানো হল একটি পূর্ণাবয়ব মূর্তি। সংবিধান প্রণেতার মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শিলচর অফিস পাড়ায় উন্নয়ন ভবনের ধার ঘেঁষে শুক্রবার এই মূর্তিটি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আসামের মিশন ডিরেক্টর শুভাশিস দাস। এই বিশাল মূর্তিটি তৈরি করেছেন শিলচরের বিশিষ্ট ভাস্কর ড. স্বপন পাল। এ দিন ভিড়ে ঠাসা অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, কাছাড়ের বন সংমণ্ডল আধিকারিক সান্নিদেও চৌধুরী, জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুনার দে প্রমুখ।
গান্ধী ছাত্রাবাসে এ উপলক্ষে অনুসূচিত জাতি পরিষদ শিলচরের সভাপতি ধ্রুবজ্যোতি পুরকায়স্থের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা বাবা সাহেবের জীবনের ওপর আলোকপাত করে তাঁর আদর্শ মেনে কাজ শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ দিন অনুসূচিত জাতি পরিষদের মাসিক মুখপত্র আম্বেদকর সন্দেশ এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। তাছাড়া পরিষদের কয়েকজন রূপকারকে মরণোত্তর সম্মান জানানো হয়।