Barak UpdatesBreaking News
সাউথ পয়েন্ট স্কুলে গিয়ে নস্টালজিক হয়ে পড়লেন প্রাক্তনীরাAlumni meet of South Point School: A nostalgic sojourn down the memory lane
১১ অক্টোবরঃ লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা স্কুলে এলেন। দেহরক্ষী কে্উ সঙ্গে নেই। বসে পড়লেন আড্ডা দিতে। এলেন লেফটেনান্ট কর্নেল ডা. সৌমেন নাথ। এ দিন তিনি না সেনা অফিসার, না চিকিতসক। শুধুই সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তন ছাত্র। শুক্রবার সবাই জড়ো হয়েছেন প্রাক্তনী সম্মেলনে।
কেউ ১৯৮৯ সালের প্রথম ব্যাচের পরীক্ষার্থী, কেউ এই মাত্র ক-বছর আগেও স্কুলে ক্লাশ করেছেন। সব ব্যাচের ছাত্রই কমবেশি উপস্থিত হয়েছিলেন। মাঝ-দুপুরে সংখ্যাটা দেড়শো ছাড়িয়ে যায়। শিক্ষক-শিক্ষিকারাও পুরনো ছাত্রদের দেখে বিস্মিত। অধ্যক্ষা জয়া দেব ছাত্রীদের দেখে জড়িয়ে ধরছেন। বলছেন, এই সেদিন এইটুকুন ছিলি, এখন এত বড় হয়ে গিয়েছিস!
স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা তোলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর নীলোতপল দে ও অধ্যক্ষা জয়া দেব। তাঁরাই পরে অনুষ্ঠানস্থলে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে ছিল উদ্বোধনী সঙ্গীত, গাছের চারা বিতরণ, শোকপালন এবং পরে বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রয়াত শিক্ষকদের স্মরণে প্রাক্তনীরা একটি গাছের চারা স্কুল কর্তৃপক্ষকে প্রদান করেন। এত বছরে কম ছাত্রকে হারাতে হয়নি। সেইসব প্রয়াত ছাত্রছাত্রীদের স্মৃতিতেও একটি গাছের চারা রোপণ করা হবে। প্রয়াতদের আত্মার চিরশান্তি কামনা করে নীরবতা পালন করা হয়। প্রাক্তনীরা শিক্ষকদের প্রীতি উপহারে সম্মানিত করেন। অশিক্ষক কর্মচারীদেরও তাঁরা উপহার দেন।
October 11: Rajdeep Goala, MLA Lakhipur came to his alma-mater. There were no security guards with him. He sat down to enjoy and reminiscience the bygone days in the school campus. Also came Lieutenant Colonel Dr. Soumen Nath. No, he came neither as an army officer nor as a physician. Their only identity were the former students of Silchar South Point School.
On Friday, they all assembled in the alumni meet of their beloved school. Some were the pass-outs of the first batch in 1989, whereas some joined the alumni club a few years ago. Alumni from almost all the batches since the very inception of the school were present in the meet. At mid-afternoon, the number crossed 150. The teachers too were wonder-struck to find their former students again in the classroom. Principal of the school, Jaya Deb became nostalgic seeing all her past students become grown up now. She embraced one female and exclaimed in delight, “You were just a small little kid a few years back and now look you have grown up.”
The alumni meet began with hoisting of the school flag by the Managing Director Nilotpol Dey and Principal Jaya Deb. Later on, they began the day’s programme by lighting the lamp in the auditorium. A wide range of programme including inaugural song, distribution of saplings, observation of silence, lecture, cultural programme and what not.
The alumni association handed over a sapling to the school authorities in memory of the deceased teachers of the school. In all these years, the school has also lost many of the students. A sapling each was planted in memory of them. Silence was also observed as a mark of tribute to them. They former students felicitated both the teaching and non-teaching fraternity of the school.